যুক্তরাষ্ট্রের উচিত নিজের আচরণ পর্যালোচনা করা: চীনা মুখপাত্র
  2020-03-21 17:23:57  cri
মার্চ ২১: যুক্তরাষ্ট্রে চীনা সাংবাদিকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও চীনের নেওয়া পাল্টা ব্যবস্থা সমান নয় বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বেইজিংয়ে বলেন, এটি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্বমূলক আচরণের প্রতিফলন। চীন আশা করে, যুক্তরাষ্ট্র সতর্কতার সঙ্গে নিজের আচরণ ও মন্তব্য পর্যালোচনা করবে, পক্ষপাতিত্বের ভাইরাস দূর করবে, চীনের কমিউনিস্ট পার্টি ও চীনা গণমাধ্যমের ওপর আক্রমণ বন্ধ করবে।

মুখপাত্র বলেন, চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রথম দিন থেকেই দেশটি স্পষ্টভাবে জানে যে, চীন হলো চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক দেশ। যুক্তরাষ্ট্রে চীনা গণমাধ্যমের শাখা স্থাপনের প্রথম দিন থেকেই দেশটি স্পষ্টভাবে চীনা গণমাধ্যমের নীতি সম্পর্কে অবগত। দীর্ঘ চার দশক পার হয়েছে; চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বের পরিবর্তন হয় নি, চীনা গণমাধ্যমের অবস্থানও পরিবর্তন হয় নি। তাহলে কেন যুক্তরাষ্ট্র বার বার সিপিসি ও চীনা জনগণের সম্পর্ক নষ্ট করতে চায়? কেন যুক্তরাষ্ট্র সেদেশে চীনা গণমাধ্যমে আঘাত হেনেছে?

কেং শুয়াং বলেন, প্রতিটি দেশের অবস্থান ভিন্ন, গণমাধ্যম পরিচালনার পদ্ধতিও ভিন্ন। যুক্তরাষ্ট্র কেন নিজের মানদণ্ড দিয়ে অন্য দেশের গণমাধ্যমকে মূল্যায়ন করে? কেন চীনা গণমাধ্যমের প্রতি অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপ করে?

কেং শুয়াং বলেন, চীন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে চায় না, যুক্তরাষ্ট্রের উচিত চীনের রাজনৈতিক ব্যবস্থাকেও সম্মান জানানো। যদি যুক্তরাষ্ট্র নিজের ব্যবস্থার ওপর আস্থা রাখতে পারে, তাহলে কেন চীনের কমিউনিস্ট পার্টিকে ভয় পায়, চীনা গণমাধ্যমকে ভয় পায়?

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040