৮২টি দেশ, ডাব্লিউএইচও ও আফ্রিকান ইউনিয়নকে সহায়তার ঘোষণা দিয়েছে চীন
  2020-03-21 18:06:48  cri

মার্চ ২১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে বলেন, নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারী চলাকালীন আন্তর্জাতিক সমাজ চীনকে যে রাজনৈতিক সমর্থন ও সামগ্রী অনুদান দিয়েছে তা কখনওই ভুলে যাবে না চীন। বর্তমানে চীন মহামারী আক্রান্ত দেশগুলিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। চীন এখন পর্যন্ত ৮২টি দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আফ্রিকান ইউনিয়নকে সহায়তার ঘোষণা দিয়েছে।

কেং শুয়াং বলেন, অনেকগুলো দেশে কয়েক দফা পরীক্ষামূলক রিএজেণ্ট, মাস্ক, প্রতিরক্ষামূলক পোশাক দেওয়া হয়েছে। চিকিত্সা প্রযুক্তি খাতে সহায়তার জন্য, চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে রোগ নির্ণয় ও চিকিত্সার পদ্ধতি বিনিময় করেছে, অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভিডিও কনফারেন্স করেছে এবং চিকিত্সা বিশেষজ্ঞ গ্রুপকে ইরান, ইরাক ও ইতালিতে পাঠিয়েছে। দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি ও অন্যান্য কয়েকটি দেশকে সহায়তা দিয়েছে চীন। চীন থেকে অনেক বেসরকারি সহায়তাও গিয়েছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040