ইউরেশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে এনসিপি প্রতিরোধ নিয়ে ভিডিও কনফারেন্স করেছে চীন
  2020-03-21 18:08:16  cri

মার্চ ২১: গতকাল (শুক্রবার) ইউরেশিয়া ও দক্ষিণ এশিয়ার ১৯টি দেশের সঙ্গে নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারী (এনসিপি) প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে ভিডিও সম্মেলন করেছে চীন। সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দেশগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিসহ প্রায় ২০০জন ব্যক্তি এতে যোগ দিয়েছেন।

চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা মহামারীর বিকাশ ও বিভিন্ন বৈশিষ্ট্য বিশদভাবে তুলে ধরেন। মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং ক্লিনিকাল চিকিত্সার ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা বিনিময় করেন তারা। এ সময় বিদেশি প্রতিনিধিদের ৮০টিরও বেশি প্রশ্নের উত্তর দেওয়া হয়।

প্রতিনিধিরা চীনের কার্যকর প্রতিরোধ ও নিয়ন্ত্রণব্যবস্থা এবং বিশ্বের জনস্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে অনেক বক্তব্য রাখেন এবং মহামারীবিরোধী লড়াইয়ে চীনকে সহযোগিতা বৃদ্ধি ও জয়ের আশাবাদ ব্যক্ত করেন।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040