মহামারী পরিস্থিতিতে জার্মান চ্যান্সেলরকে সমবেদনা জানালেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
  2020-03-21 19:55:00  cri

মার্চ ২১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শনিবার) জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে এক সমবেদনা বার্তা পাঠিয়েছেন। নভেল করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে চীন সরকার ও চীনা জনগণের পক্ষ থেকে জার্মান সরকার ও জনগণকে আন্তরিক সমবেদনা জানান সি।

বার্তায় প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, এর আগে জার্মান সরকার ও বিভিন্ন মহল চীনের মহামারী পরিস্থিতিতে শোক ও সমর্থন জানিয়েছিল। মহামারী রোধের লড়াইয়ের চীন দৃঢ়ভাবে জার্মানিকে সমর্থন জানায়। প্রয়োজনে সাধ্য অনুযায়ী জার্মানিকে সহায়তা দিতে চায় চীন।

তিনি জোর দিয়ে বলেন, চীন-জার্মানি সম্পর্ককে অনেক গুরুত্ব দেয় চীন। জার্মানির সঙ্গে চীন-জার্মানি সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক গভীর করা এবং চীন-ইউরোপ সম্পর্ক উন্নত করতে চায় চীন।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040