করোনাভাইরাস প্রতিরোধে চীনের সাহায্যের ধন্যবাদ জানিয়েছে বিভিন্ন দেশ
  2020-03-22 15:48:50  cri
মার্চ ২২: বিভিন্ন দেশে করোনাভাইরাসের মহামারি দেখা দেওয়ার পর চীন বেশ কিছু দেশে চিকিত্সাসামগ্রী ও অর্থ সাহায্য দিয়েছে এবং ভাইরাস প্রতিরোধের অভিজ্ঞতা বিনিময় করেছে। বিশ্বের বিভিন্ন দেশ এজন্য চীনকে ধন্যবাদ জানায়।

গতকাল (শনিবার) ১ লাখ কোভিড-১৯ টেস্ট কিট এবং ১০ হাজার প্রতিরোধমূলক পোশাকসহ বিভিন্ন চিকিত্সাসামগ্রী ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পৌঁছায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তেওদোরো লোকসিন বলেন, চীন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। ফিলিপিন্স এখন চীনের মতো কিছু ব্যবস্থা নিয়েছে।

সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমরা চীনকে চিকিত্সা সামগ্রী প্রদান ও ভাইরাস প্রতিরোধের অভিজ্ঞতা জানানোর জন্য ধন্যবাদ জানাই।

চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমান সম্প্রতি বলেন, চেক প্রজাতন্ত্রকে চিকিত্সাসামগ্রী দিয়ে সহায়তাকারী একমাত্র দেশ চীন। চীনের প্রথম দফার ১.৫ লাখ টেস্ট কিট চেকে পৌঁছেছে। যা দেশে কোভিড-১৯ পরীক্ষার গতি বাড়াবে।

গত শুক্রবার চীন ও ইউরেশিয়া এবং দক্ষিণ এশিয়ার সংশ্লিষ্ট দেশের সঙ্গে ভাইরাস প্রতিরোধ নিয়ে ভিডিও সম্মেলন আয়োজন করা হয়। বেলারুশের কর্মকর্তা চীনের কঠোর ব্যবস্থা এবং বিশ্বস্বাস্থ্য খাতে চীনের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা মনে করেন, চীনের অভিজ্ঞতা বিশ্বের বিভিন্ন দেশের ভাইরাস প্রতিরোধে খুব তাত্পর্যপূর্ণ।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040