চীনের অর্থনীতি স্বাভাবিক হচ্ছে: আইএমএফ
  2020-03-22 15:49:37  cri
মার্চ ২২: আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ শুক্রবার প্রকাশিত এক প্রবন্ধে উল্লেখ করে, অর্থনীতির ওপর করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব মোকাবিলায় চীনের পদক্ষেপ সঠিক প্রমাণিত হয়েছে। চীন উত্পাদনমূলক কাজ শুরু করেছে এবং দেশের অর্থনীতি স্বাভাবিক হচ্ছে। এটি ভাইরাসের মহামারির নেতিবাচক প্রভাব কমাতে পারবে।

'প্রভাব কমানো ও কঠিন সিদ্ধান্ত: চীনের অভিজ্ঞতা' শীর্ষক এক প্রবন্ধে বলা হয়, করোনাভাইরাসের মহামারি বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। সফলভাবে ভাইরাস নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনীতির উন্নয়নের গতি পরিবর্তন হবে। চীন এক্ষেত্রে দ্রুততার সঙ্গে ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে এবং সবচেয়ে দুর্বল গোষ্ঠীকে সমর্থন দিয়েছে, তা কার্যকরভাবে ভাইরাসের নেতিবাচক প্রভাব কমিয়ে দিয়েছে।

এ প্রবন্ধের প্রথম লেখক, আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের সহকারী পরিচালক ও চীনবিষয়ক পরিচালক হেলগি বেরগের বলেন, চীনে কোভিড-১৯ মহামারি দূর হলে চীনা অর্থনীতি পুনরুদ্ধারে নীতিগত সমর্থন দেওয়া হচ্ছে। এটি সঠিক সিদ্ধান্ত। আইএমএফ বিভিন্ন দেশকে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ভাইরাস প্রতিরোধের আহ্বানও জানিয়েছে।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040