মহামারী পরিস্থিতিতে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্দার ভুচিচকে সমবেদনা জানালেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
  2020-03-22 16:49:39  cri

মার্চ ২২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (শনিবার) সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্দার ভুচিচকে সমবেদনা জানিয়েছেন। মহামারী পরিস্থিতিতে চীন সরকার ও চীনা জনগণের পক্ষ থেকে সার্বিয়া সরকার ও জনগণকে আন্তরিক সমবেদনা জানান সি।

সমবেদনাবার্তায় প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, চীন ও সার্বিয়া হলো সার্বিক কৌশলগত অংশীদার। দু'দেশ ও দুই দেশের জনগণের গভীর বন্ধুত্ব চিরস্থায়ী। মহামারীর বিরুদ্ধে চীনের লড়াইয়ে সার্বিয়া সরকার ও জনগণ চীনকে দৃঢ় সমর্থন জানিয়েছে। এতে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সি। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সার্বিয়ার প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন জানায় চীন। পাশাপাশি, সার্বিয়াকে প্রতিরক্ষামূলক উপকরণ ও চিকিত্সা-সরঞ্জাম সরবরাহ করবে এবং জরুরি প্রয়োজনে সার্বিয়াকে সহায়তাও দেবে চীন।

তিনি আরও বলেন, চীন সার্বিয়ায় চীনা মেডিকেল দল পাঠাবে। এ মহামারী শেষ হলে দু'দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে উল্লেখ করেন সি চিন পিং।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040