চীন গ্রিসকে ভাইরাস প্রতিরোধক চিকিত্সাসামগ্রী দিয়েছে
  2020-03-22 16:54:31  cri

মার্চ ২২: নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারী মোকাবেলায় গ্রিসে চীন সরকারের একটি প্রতিনিধিদল গতকাল (শনিবার) এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। একই বিমানে চীনা শিল্পপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্তরের মানুষের দান করা বিভিন্ন উপকরণ রয়েছে।

গ্রিসে চীনের রাষ্ট্রদূত জিয়াং সিনইয়েই বলেন, চীন ও গ্রিস পরস্পরের ভালো বন্ধু এবং সার্বিক কৌশলগত অংশীদার। গ্রিসে মহামারী অনেক গুরুতর। এ সময়ে গ্রিসকে সহায়তা দিচ্ছে চীন।

গ্রিস চীনের সহায়তার জন্য চীন সরকার ও চীনা শিল্পপ্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জানায়। গ্রিস মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চীনের অভিজ্ঞতা থেকেও শিখতে চায়।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040