প্রথম চার্টার্ড ট্রেনের মাধ্যমে উহানে কাজে ফিরে এগেন কর্মচারীরা(ভিডিও)
  2020-03-22 19:48:29  cri

এক হাজারেরও বেশি কর্মচারী প্রথম চার্টার্ড ট্রেনের মাধ্যমে উহানে কাজে যান। ট্রেনটি ২১ মার্চ বিকাল ৪টা ৫০ মিনিটে উহান শহরের হানখৌ রেলস্টেশনে পৌঁছায়। রেলস্টেশনে ৩০টিরও বেশি বাস তাদের জন্য প্রস্তুত রয়েছে।

এসব কর্মীরা মূলত হুপেই প্রদেশের সিয়াং ইয়াং ও সি ইয়ান শহর থেকে এসেছেন। লকডাউন কার্যকর হওয়ার আগে তারা বসন্ত উৎসব উদযাপনের জন্য জন্মস্থানে ফিরে যান। এখন উহানে টানা চার দিন ধরে নতুন কোনো রোগী পাওয়া যায় নি। অর্থাত্ ভাইরাস নিয়ন্ত্রণে এসেছে। হুপেই প্রদেশের স্বাভাবিক উত্পাদন ও যাতায়াত ক্রমাগতভাবে শুরু হচ্ছে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040