করোনাভাইরাসকে চীনা ভাইরাস হিসেবে উল্লেখ করা দায়ীত্বহীনতার প্রতিফলন : সিআরআই সম্পাদকীয়
  2020-03-22 20:05:15  cri
মার্চ ২২: যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতিক সম্প্রতি করোনাভাইরাসকে 'চীনা ভাইরাস' হিসেবে উল্লেখ করেন। যার সমালোচনা করেছে আন্তর্জাতিক সমাজ। একে 'বৈষম্যবাদ', 'বিদেশাতঙ্কের মনোভাব', 'বলির পাঁঠা' ইত্যাদি উপমা দিয়ে ইউরোপ ও আমেরিকার গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের সমালোচনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের এমন আচরণ দায়ীত্বহীনতার প্রতিফলন বলে উল্লেখ করেছে সিআরআই সম্পাদকীয়।

ভাইরাসের উত্স খোঁজা একটি বৈজ্ঞানিক গবেষণার ব্যাপার। আর এক্ষেত্রে প্রমাণ দরকার। সম্প্রতি ইতালির সুপরিচিত চিকিত্সা বিশেষজ্ঞ জিউসেপ রেমুজি মার্কিন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে ইতালিতে সন্দেহজনক নভেল করোনাভাইরাস নিউমোনিয়া দেখা গিয়েছিল বলে তিনি ধারণা করেন। তিনি বলেন, আমরা বুঝতে পেরেছিলাম যে চীনে মহামারী শুরুর আগেই ভাইরাসটি লম্বার্ডিতে ছড়িয়ে পড়েছিল।

এ কথা চীনের শ্বসনতন্ত্ররোগ বিশেষজ্ঞ চুং নান শানের ধারণার পক্ষে প্রমাণ দিয়েছে যে, ভাইরাসের উত্স চীন নয়। ব্রিটেনের স্কাই নিউজের সাংবাদিক আমান্দা ওয়াকার বলেন, যদি লাক লাখ মার্কিন নাগরিক মৃত্যু হয়, তার জন্য মার্কিন প্রেসিডেন্ট দায়ী। তাকে 'চীনা ভাইরাস' হিসেবে বলা আসলে নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার চিন্তা।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040