নভেল করোনাভাইরাসকে 'চীনা ভাইরাস' বলেছেন ডোনাল্ড ট্রাম্প, বিরোধিতা করেছে চীন
  2020-03-22 20:06:00  cri

মার্চ ২২: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার সামাজিক মাধ্যম ও প্রকাশ্যে নভেল করোনাভাইরাসকে 'চীনা ভাইরাস' বলে উল্লেখ করেন, যা একটি বর্ণবাদী শব্দ। মার্কিন গণমাধ্যম উল্লেখ করে যে, যুক্তরাষ্ট্রে ভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণে ট্রাম্প চীনকে 'বলির পাঁঠা' বানাতে চাইছেন। তিনি ভাইরাস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিয়ে, চীনের ওপর দোষ চাপিয়ে, নিজের দায়িত্ব পালনের ব্যর্থতা ঢাকতে চাইছেন।

বিভিন্ন মহল চীনের ওপর ট্রাম্পের কলঙ্ক লেপনের চেষ্টা প্রত্যাখ্যান করেছে।

মার্কিন ডেমোক্র্যাট পার্টির সদস্য হিলারি ক্লিনটন সামাজিক মাধ্যমে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বর্ণবাদী আচরণ করছেন। তিনি নভেল করোনাভাইরাস প্রতিরোধে তার প্রশাসনের ব্যর্থতা গোপন করার জন্য, মানুষের দৃষ্টি চীনের দিকে ঘুরিয়ে দিতে চাচ্ছেন। তবে, মানুষ তার কথা বিশ্বাস করবে না।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040