কৃষিসম্পদের অভাব নেই; হুপেই প্রদেশে সরবরাহ স্বাভাবিক
  2020-03-23 11:32:14  cri
গতকাল (রোববার) চীনের রাষ্ট্রীয় পরিষদের যৌথ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির এক প্রেস ব্রিফিংয়ে কৃষি ও গ্রাম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, বর্তমানে সমগ্র চীনে কৃষিসম্পদের সরবরাহ দ্রুত স্বাভাবিক হচ্ছে এবং হুপেই প্রদেশে সরবরাহও দ্রুত পুনরুদ্ধার হচ্ছে।

এখন চলতি বছরের বসন্তকালীন ফসলের বীজবপনের জন্য গুরুত্বপূর্ণ সময়। রোপণের কাজ দক্ষিণাঞ্চল থেকে শুরু হয়ে উত্তরাঞ্চলে বিস্তৃত হবে। কৃষি ও গ্রাম মন্ত্রণালয়ের বীজ শিল্প ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা সিয়ে ইয়ান বলেন, বর্তমানে কৃষিপণ্যের সরবরাহ-পরিস্থিতি দিন দিন স্বাভাবিক হচ্ছে। তিনি বলেন,

"বর্তমানে কৃষিখাতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ৮৮ শতাংশ কাজ পুনরায় শুরু হয়েছে। দোকানপাটের ৯০ শতাংশ আবার খুলেছে। জেলা পর্যায়ের সরবরাহপথের ৯২ শতাংশ বাধামুক্ত। সারা চীনের চার ভাগের একভাগ প্রদেশে দোকানপাট ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর শতভাগ কাজ পুনরায় শুরু হয়েছে। কৃষিসম্পদের সরবরাহ স্বাভাবিক হয়েছে।'

সিয়ে ইয়ান বলেন, তবে কিছু কিছু স্থানে এখনও সমস্যা রয়েছে; সরবরাহের সমস্যা রয়েছে। পরবর্তীতে কৃষি ও গ্রাম মন্ত্রণালয় এসব সমস্যার সমাধান করবে।

সিয়ে ইয়ান বলেন, "সমন্বয়ের কাজ ভালোভাবে করতে হবে। কৃষিসম্পদের অভাব আছে—এমন জায়গায় সমন্বয়ব্যবস্থা জোরদার করা হবে। বসন্তকালীন বীজবপনের সময় আসেনি যেসব স্থানে, সেসব স্থানে সরবরাহ-ব্যবস্থা পুনরুদ্ধার করতে হবে। পাশাপাশি উচ্চ ঝুঁকিপূর্ণ ও নিয়ন্ত্রণব্যবস্থা বলবত আছে—এমন স্থানে গ্রামে প্রবেশ না-করে কৃষিসম্পদ পাঠানো হবে। এক কথায়, বিভিন্ন স্তরের কৃষি ও গ্রাম বিভাগের উচিত বসন্তের বীজবপন নিশ্চিত করতে কৃষিসম্পদে সরবরাহ স্বাভাবিক রাখতে প্রচেষ্টা চালানো।'

হুপেই প্রদেশের কৃষিসম্পদের চাহিদা মেটাতে কৃষি ও গ্রাম মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে রাসায়নিক সার সমন্বয় করেছে। বিভিন্ন স্থানের রাসায়নিক সার প্রতিষ্ঠানকে নির্দিষ্ট স্থানে সার সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তা ছাড়া, হুপেই প্রদেশকে ৩৭ লাখ ৮০ হাজার কেজি জাতীয় দুর্যোগে ব্যবহারযোগ্য বীজ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে এবং হুপেই প্রদেশের জন্য ২ কোটি ২৩ লাখ ৫০ হাজার কেজি মধ্যম মৌসুমের চালের বীজ সংগ্রহ করেছে মন্ত্রণালয়টি। ইতোমধ্যেই ১ কোটি ৪০ লাখ কেজি প্রদেশে পাঠানো হয়েছে।

সিয়ে ইয়ান বলেন, "এ পর্যন্ত হুপেই প্রদেশে ৭৭টি গুরুত্বপূর্ণ কৃষি শিল্পপ্রতিষ্ঠানের ৭৭ শতাংশ পুনরায় উত্পাদন শুরু করেছে। ১৫ হাজার দোকানপাটের ৮৬ শতাংশ পুনরায় খুলেছে। বর্তমানে বসন্তের বীজবপনের চাহিদা মেটাতে হুপেই প্রদেশ নানা কৃষিসম্পদ সরবরাহের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা অব্যাহতভাবে হুপেই প্রদেশের সরবরাহের চাহিদা মেটানো এবং অগ্রগতির ওপর নজর রেখে যাবো। প্রদেশটির বসন্তকালীন বীজবপনের জন্য কৃষিসম্পদ সরবরাহে ব্যাপক সমর্থন দিয়ে যাবো।'

 কৃষি ও গ্রাম মন্ত্রণালয়ের কৃষিপণ্যের গুণগত মানবিষয়ক তত্ত্বাবধান বিভাগের উপমহাপরিচালক হুয়াং সিউ চু বলেন, "কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর কৃষি ও গ্রাম মন্ত্রণালয় সংশ্লিষ্ট পণ্যের গুণগত মান এবং উত্পাদন ও সরবরাহের ওপর সমান গুরুত্ব দিয়ে আসছে। চীনের কৃষিপণ্যের গুণগত মান নিরাপদ এবং নির্ভরশীল।'

(রুবি/আলিম/শিখা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040