মার্কিন রাজনীতিকরা জনগণকে নির্বোধ মনে করে, এটা ঠিক না: সিআরআই সম্পাদকীয়
  2020-03-23 18:51:38  cri
মার্চ ২৩: সিআরআই সম্পাদকীয় উল্লেখ করেছে, মার্কিন রাজনীতিকরা জনগণকে নির্বোধ মনে করে, এটা ঠিক না। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস পত্রিকা 'ট্রাম্প পালিয়ে যাবেন না' শীর্ষক একটি সম্পাদকীয় প্রকাশ করেছে। সম্পাদকীয়তে বলা হয়, করোনাভাইরাস মহামারি ইস্যুতে ট্রাম্পের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। প্রথমত, দেশের অভ্যন্তরীণ মহামারিতে প্রায় দুই মাস সময় পার হওয়ার পর হঠাত্ তিনি বলেন যে, তিনি আগে থেকেই মহামারির গুরুতর পূর্বাভাস পেয়েছিলেন। দ্বিতীয়ত, ভাইরাস প্রতিরোধে চীনের প্রচেষ্টাকে প্রথমে প্রশংসা ও স্বীকৃতি দিলেও, সম্প্রতি তিনি চীনের বিরুদ্ধে অভিযোগ করেন এবং ভাইরাসকে 'চাইনিজ ভাইরাস' বলে উল্লেখ করেন।

সম্পাদকীয়তে বলা হয়, মার্কিন সরকারের উদ্দেশ্য হলো, নিজের দোষ চীনের ওপর চাপিয়ে দেওয়া, যাতে মানুষ ও সমাজের অভিযোগ থেকে নিজেকে বাঁচানো যায়। তবে মার্কিন নাগরিকরা এতে আরও ক্ষুব্ধ হয়েছেন। কিছু রাজনীতিক আগে থেকেই নিজের শেয়ার বিক্রি করেছেন, তবে জনসাধারণকে ভাইরাসের ঝুঁকির কথা জানান নি। তাদের চোখে শুধু অর্থ গুরুত্বপূর্ণ, জনগণের জীবন নয়।

আরো দুঃখের বিষয় হলো, দেশটিতে ভাইরাস টেস্ট কিটের অভাব হলেও যুক্তরাষ্ট্রের বেশ কিছু বিখ্যাত রাজনীতিক ও বিখ্যাত মানুষ সবার আগেই টেস্ট করেছেন। যদিও তাদের কোনো লক্ষণ ছিল না। এ সম্বন্ধে ট্রাম্পের বক্তব্য হলো: এটাই হলো জীবন।

বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের গুরুতর সংক্রমিত দেশের মধ্যে অন্যতম। মার্কিন রাজনীতিকের উচিত জনগণের স্বাস্থ্যকে শীর্ষে রাখা এবং কার্যকরভাবে ভাইরাস প্রতিরোধ করা; নিজের দোষ অন্য দেশকে দেওয়া নয়!

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040