কোভিড-১৯ মহামারী ঠেকাতে জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী
  2020-03-26 11:36:34  cri

মার্চ ২৬: গতকাল (বুধবার) রাতে বাংলাদেশের স্বাধীনতা দিবস ও কোভিড-১৯ মহামারী প্রতিরোধ সম্পর্কে জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাষণে তিনি বলেন, কোভিড-১৯ মহামারী ঠেকাতে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকীর উদযাপনী অনুষ্ঠান ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের মিছিল বাতিল করা হয়েছে। তা ছাড়া, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি বিভাগ ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো ছুটি দেওয়া হয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে এবং এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। হাসপাতাল, ওষুধের দোকান, খাবার দোকান ছাড়া অন্যান্য শপিং মল ও যাতায়াতব্যবস্থা বন্ধ করা হয়েছে। ভাইরাস সংক্রমণের স্থানে সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রশাসনিক কাজ করতে হবে। কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়া দেশের নাগরিকদের বাড়িতে থাকা, মিছিল ও সমাবেশ না করা এবং বিভিন্ন প্রতিরোধব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, জাতি ও রাষ্ট্রের উচিত ঐক্যবদ্ধভাবে মহামারী নির্মূল করা। আওয়ামী লীগ সরকার জনগণকে নিয়ে এ যুদ্ধ জয় করবে বলে ঘোষণা দেন তিনি।(সুবর্ণা/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040