করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে দেওয়া চীনের সহায়তা সামগ্রী ঢাকায় পৌঁছেছে
  2020-03-26 20:33:52  cri

 

ক্যাপশন: বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জি মিং (বাম দিকে প্রথম ব্যক্তি)

মার্চ ২৬: বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানী ঢাকায় পৌঁছেছে করোনাভাইরাস প্রতিরোধে চীনের দেওয়া বিভিন্ন প্রতিরক্ষা সামগ্রী। বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবসের বিশেষ উপহার হিসেবে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে এসব সামগ্রী দিয়েছে চীন।

ক্যাপশন: চীনা রাষ্ট্রদূত লি চি মিং কথা বলছেন

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি চি মিং, অর্থনীতি ও বাণিজ্য কাউন্সিলর লিউ চেন হুয়া, বাংলাদেশের অতিরিক্ত পররাষ্ট্রসচিব খলিল রহমান, হেল্থ সার্ভিসের মহাপরিচালক আবুল কালাম আজাদসহ চীন ও বাংলাদেশের প্রতিনিধিরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এসব সামগ্রীর মধ্যে রয়েছে ১০ হাজার টেস্ট কিট, ১৫ হাজার এন-৯৫ মাস্ক, ১০ হাজার প্রতিরোধমূলক পোশাক এবং ১ হাজার থার্মোমিটার।

এসব সামগ্রী করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের চিকিত্সক ও নার্স ব্যবহার করতে পারবেন। এর আগে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সরকারকে ৫শ ভাইরাস টেস্ট কিট প্রদান করেছিল চীন সরকার।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040