বঙ্গবন্ধুর 'আমার দেখা নয়াচীন' চীনা ভাষায় অনুবাদ করা হবে: চুক্তি স্বাক্ষর
  2020-03-30 16:22:56  cri

 

মার্চ ৩০: আজ (সোমবার) বেইজিংয়ে বাংলাদেশের দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচনা 'আমার দেখা নয়াচীন' বইটি চীনা ভাষায় অনুবাদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী এবং বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী উপলক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগ বইটি চীনা ভাষায় অনুবাদ করবে। এর মাধ্যমে আরও বেশি চীনা পাঠক বঙ্গবন্ধুর চীন সফরের অভিজ্ঞতা এবং চীনের তত্কালীন রাজনৈতিক ব্যবস্থা ও দেশ-প্রশাসন সম্পর্কে তাঁর পর্যবেক্ষণ সম্পর্কে জানতে পারবেন। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040