ভেন্টিলেটর উত্পাদনে কঠোর পরিশ্রম করছে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্মীরা
  2020-03-30 19:19:37  cri
মার্চ ৩০: চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সু খ্য মিন আজ (সোমবার) বলেন, গত ১৯ মার্চ থেকে চীন এ পর্যন্ত বিদেশে ১৭০০টিরও বেশি ভেন্টিলেটর সরবরাহ করেছে।

এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মহামারী সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়েছে। বিদেশে চিকিত্সা সাজ-সরঞ্জাম বিশেষত ভেন্টিলেটরের ব্যাপক চাহিদা রয়েছে। চীনে ২১টি ভেন্টিলেটর উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠান রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বব্যাপী মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আরও বেশি ভেন্টিলেটর উত্পাদন প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্মীরা দিন-রাত ধরেই উত্পাদনের কাজ করছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040