পাকিস্তানে চীনা বিশেষজ্ঞদলের কোভিড-১৯ প্রতিরোধক জ্ঞান বিনিময়
  2020-03-30 19:20:16  cri
মার্চ ৩০: পাকিস্তানে চীনা সরকারের এন্টি-মহামারী চিকিত্সা বিশেষজ্ঞদল গতকাল (রোববার) সেদেশের চীনা দূতাবাসে একটি ভিডিও অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী চীনা, চীনা শিল্পপ্রতিষ্ঠান ও অধ্যায়নরত শিক্ষার্থীদের সঙ্গে মহামারী প্রতিরোধক জ্ঞান বিনিময় করে।

বিশেষজ্ঞদলের প্রধান এবং সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ওষুধ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা ব্যুরোর উপ-মহাপরিচালক মা মিং হুই বলেন, বর্তমানে পাকিস্তানে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫০০ জনেরও বেশি। আরও ১০ হাজারের বেশি সন্দেহভাজন রোগী পাওয়া গেছে। পাকিস্তানে চীনাদের উচিত নিজের রক্ষার জন্য কিছু প্রতিরোধক-জ্ঞান অর্জন করা।

এর আগে চীন সরকারের এন্টি-মহামারী চিকিত্সা বিশেষজ্ঞদলটি গত ২৮ মার্চ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছায়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040