উহানের উন্নয়ন এলাকায় ৪৭১টি শিল্পপ্রতিষ্ঠানে পুনরায় উত্পাদন শুরু
  2020-03-30 19:20:58  cri
মার্চ ৩০: গতকাল (রোববার) দুপুর ১২টা পর্যন্ত উহানের উন্নয়ন এলাকার ৪৮৩টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ৪৭১টিতে পুনরায় উত্পাদন শুরু হয়েছে। উত্পাদন-প্রক্রিয়াকে ধারাবাহিক ও স্থিতিশীল রাখতে কিছু নীতিমালাও গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উহান উন্নয়ন এলাকা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ের অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন এলাকা। এই অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর গড় শিল্প উত্পাদন গোটা উহানের ২৫ শতাংশ এবং হুপেই প্রদেশের ৮ শতাংশ।

মহামারীর প্রাদুর্ভাবের পর থেকে স্থানীয় সরকার বিভিন্ন সুবিধাজনক উদ্যোগের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানগুলোর ওপর চাপ কমাতে থাকে; শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন আর্থিক সুবিধাও দেওয়া হয়।

এদিকে, এদিন দুপুর ১২টা পর্যন্ত, ডুংফেং হোন্ডা, ডংফেং যাত্রীবাহী গাড়ি, ডংফেং রেনল্ট, মিডিয়া, গ্রী, হাইয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় উত্পাদনে গেছে। এই প্রক্রিয়ায় অনেক শিল্পপ্রতিষ্ঠানের অপারেটিং হার ১০০ শতাংশে পৌঁছেছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040