'বাস্তব তত্পরতা দিয়ে বিশ্বের অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে চায় চীন'
  2020-03-30 19:32:17  cri
মার্চ ৩০: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (সোমবার) বৃষ্টির মধ্যে চেচিয়াং প্রদেশের নিংবো শহরের চৌশান বন্দর পরিদর্শনে যান। চৌশান বন্দরের থ্রুপুট টানা ১১ বছর ধরে বিশ্বের প্রথম স্থানে রয়েছে। গত বছর বন্দরটির থ্রুপুট ছিল ১১২ কোটি টন।

বিশ্বের উত্পাদন-চেইনে স্থিতিশীলতা সুরক্ষার ক্ষেত্রে এই বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চীনের ৯০ শতাংশেরও বেশি পণ্য বন্দরের মধ্য দিয়ে আমদানি করা হয়।

২৬ মার্চ জি-টোয়েন্টি'র অনলাইন শীর্ষসম্মেলনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং স্পষ্টভাবে জানান যে, চীন আন্তর্জাতিক বাজারে ঔষধের কাঁচামাল ও মহামারী প্রতিরোধের প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা মেটাতে আপ্রাণ চেষ্টা করে যাবে।

এদিকে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস সম্প্রতি জি-টোয়েন্টি'র সদস্যদেশগুলোর নেতৃতবৃন্দকে পাঠানো চিঠিতে বলেন, 'বর্তমানে আমরা ঐক্য চাই, মতভেদ চাই না। মানবজাতির অভিন্ন স্বাস্থ্য সুরক্ষার জন্য আন্তর্জাতিক সমাজের উচিত আরও বাস্তব ও ঘনিষ্ঠ সহযোগিতা চালানো।' (ছাই/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040