ঐক্য ও সহযোগিতা দিয়ে দ্বিতীয় সুযোগ ধরতে হবে: সিআরআই সম্পাদকীয়
  2020-03-30 20:36:46  cri
মার্চ ৩০: এবার বিশ্বব্যাপী ভাইরাসের বিস্তার আমাদেরকে শিখিয়েছে যে, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করলে প্রতিরোধ-কাজে সাফল্য লাভ করা যায়। সম্প্রতি আন্তর্জাতিক মেডিকেল জার্নাল "দ্য ল্যানসেট" অনলাইনে প্রকাশিত প্রবন্ধে সহযোগিতা চালিয়ে নভেল করোনাভাইরাস প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়েছে।

বর্তমানে কোভিড-১৯ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে, গতকাল (রোববার) পর্যন্ত বিশ্বের ২০২টি দেশ ও অঞ্চলে কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে।

সেজন্য আন্তর্জাতিক সমাজের উচিত আগের চেয়ে আরও ঐক্য ও সহযোগিতার জন্য কাজ করা। সম্প্রতি আয়োজিত জি-টোয়েন্টি'র ভিডিও শীর্ষসম্মেলনে চীনের নেতা আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং যৌথ প্রতিরোধের আহ্বান জানান।

শীর্ষসম্মেলনে প্রকাশিত ঘোষণায় বলা হয়, তথ্য বিনিময় জোরদার, চিকিত্সা-সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ এবং ধারাবাহিক জরুরি তত্পরতা চালানোর ওপর সর্বাধিক গুরুত্বারোপ করতে হবে। শীর্ষসম্মেলনে অর্জিত মতৈক্য আন্তর্জাতিক সমাজের জন্য ভাইরাস প্রতিরোধের দ্বিতীয় সুযোগ ধরায় সহায়ক।

চীন সরকার অব্যাহতভাবে দেশে ভাইরাস প্রতিরোধ জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নিচ্ছে। আন্তর্জাতিক সমাজের উচিত ঐক্য ও সহযোগিতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যৌথভাবে ভাইরাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040