কোভিড-১৯ রোগে বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে; রোগীর সংখ্যা ১লাখ ৬০ হাজার ছাড়িয়েছে
  2020-03-31 10:58:21  cri

মার্চ ৩১: (সোমবার) যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, কোভিড-১৯ রোগীর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ছাড়িয়ে যুক্তরাষ্ট্র এখন বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত মানুষের দেশে পরিণত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত, দেশটিতে কোভিড-১৯ রোগে মারা গেছে ২৯৫৩জন। এর মধ্যে নিউ ইয়র্কে সনাক্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে রোগী ৬৬,৪৯৭জন এবং মারা গেছে ১২১৮জন।

এ ছাড়া পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। মারা গেছে ৩৭,১৪০জন। ইতালিতে মারা গেছে সবচেয়ে বেশি; ১১,৫৯১জন।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040