সহজ চীনা ভাষা: আন্তর্জাতিক শ্রম দিবস
  2020-05-04 15:10:06  cri

বন্ধুরা, প্রতি বছরের পয়লা মে আন্তর্জাতিক শ্রম দিবস বা মে দিবস। অনুষ্ঠানের শুরুতে সবাইকে এ দিবসের শুভেচ্ছা জানাই! আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম দিবস সম্পর্কে কিছু কথা বলবো এবং এ দিবসের সঙ্গে জড়িত কিছু চীনা শব্দ ও বাক্য শিখাবো।

আন্তর্জাতিক শ্রম দিবস বিশ্বের সব শ্রমিকের দিবস। ১৯ শতকের মধ্য পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশ অর্থনৈতিক উন্নয়নের জন্য শ্রমিকদের অল্প পারিশ্রমিকের বিনিময়ে অতিরিক্ত কাজ করাতো। সে সময়ে একজন সাধারণ শ্রমিক প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করতো। শ্রমিকের কোনও সামাজিক নিরাপত্তা ছিল না। এ অবস্থায় অস্ট্রেলিয়ার শ্রমিকরা প্রথমে বিদ্রোহ শুরু করে এবং দৈনিক আট ঘণ্টা কাজের জন্য দাবি জানায়। পরে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিকরা নিজেদের অধিকার রক্ষায় ব্যাপক ও দীর্ঘ সময়ের বিক্ষোভ ও মিছিলে অংশ নেয়। শ্রমিকদের অধিকারের আন্দোলন ১৮৮৬ সালে চরম অবস্থায় পৌঁছায়। সে বছরের পয়লা মে যুক্তরাষ্ট্রের শিকাগোর শ্রমিকসহ প্রায় সাড়ে তিন লাখ শ্রমিক বিভিন্ন দাবিতে ধর্মঘট ও মিছিল শুরু করে। পরে সেই আন্দোলন ব্রিটেন, জার্মানি, নেরদারল্যান্ডস-সহ অনেক ইউরোপীয় দেশে ছড়িয়ে পড়ে। অবশেষে যুক্তরাষ্ট্রের শ্রমিকরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হন। ১৮৮৯ সালে শ্রমিকদের আন্দোলন স্মরণ রাখার জন্য প্রতি বছরের পয়লা মে-কে 'আন্তর্জাতিক শ্রম দিবস'হিসেবে নির্ধারণ করা হয়। এরপর থেকে মানুষ শ্রমিকদের অধিকারের ওপর অনেক গুরুত্ব দিতে থাকে, আর বিভিন্ন দেশে শ্রম আইন তৈরি হয়। দীর্ঘ সময় লড়াইয়ের পর দৈনিক আট ঘণ্টা শ্রম, সর্বনিম্ন মজুরির নির্ধারণ-সহ আধুনিক শ্রম অধিকার ও স্বার্থ রক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চীন, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জার্মানি, রাশিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ডসহ ৮০টিরও বেশি দেশে আন্তর্জাতিক শ্রম দিবস উদযাপন করা হয়।

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর প্রতি বছরের পয়লা মে আন্তর্জাতিক শ্রম দিবস উদযাপিত হয়ে আসছে। চীনের মানুষ এ দিবসকে অনেক গুরুত্ব দেয়। আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষ্যে বিভিন্ন খাতের শ্রেষ্ঠ শ্রমিক প্রতিনিধিকে পুরস্কার দেওয়া হয়। অনেক জায়গায় প্যারেড, গালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। আর এ সময় চীনে সরকারি ছুটি থাকে। অনেক মানুষ এই ছুটিতে ভ্রমণ করতে যায়।

এখন আন্তর্জাতিক শ্রম দিবস সম্পর্কে কিছু চীনা শব্দ ও বাক্য শিখাবো।

勞動 láo dòng শ্রম/পরিশ্রম করা他一直在勞動 tā yì zhí zài gōng dì shàng láo dòng সে সবসময় পরিশ্রম করে।

勞動者 láo dòng zhě শ্রমিক 他是一名勞動者 tā shì yì míng láo dòng zhě সে একজন শ্রমিক

勞動節快樂 láo dòng jié শ্রমিক দিবসের / শ্রম দিবসের শুভেচ্ছা

勞動最光榮 láo dòng zuì guāng róng পরিশ্রম সবচেয়ে গৌরবময়।

勤勞 qín láo পরিশ্রম 勤勞地工作 qín láo de gōng zuò পরিশ্রমী কাজ করে他是一個勤勞的人 tā shì yí gè qín láo de rén

工作 gōng zuò কাজ 我工作很忙 wǒ gōng zuò hěn máng আমি (কাজে) অনেক ব্যস্ত।

上班 shàng bān কাজে যাওয়া 下班 xià bān কাজ শেষ 你幾點上班?nǐ jǐ diǎn shàng bān? তুমি কখন অফিসে যাবে?

假期 jià qī ছুটি 放假 fàng jià ছুটি নেওয়া 我2天后放假 wǒ liǎng tiān hòu fàng jià দু'দিন পর আমার ছুটি হবে।

旅遊 lǚ yóu ভ্রমণ করা 我喜歡旅遊wǒ xǐ huān lǚ yóu আমি ভ্রমণ করতে পছন্দ করি 假期你想去哪旅遊?jià qī nǐ xiǎng qù nǎ lǐ lǚ yóu? ছুটিতে তুমি কোথায় ভ্রমণ করতে চাও?

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040