লকডাউন মুক্ত হবার পরের উহান
  2020-04-29 16:20:18  cri

৮ এপ্রিল, ৭৬ দিন পর চীনের হুপেই প্রদেশের উ হান শহর লকডাউনমুক্ত হয়।

১৮ এপ্রিল, উহানে মহামারীর ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

২২ এপ্রিল, উহানে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১০০ জনের নিচে নেমে আসে এবং গুরুতর আক্রান্ত রোগীর সংখ্যা নেমে আসে মাত্র ১০ জনে।

২৪ এপ্রিল উহানের সর্বশেষ গুরুতর রোগী সুস্থ হয়ে ওঠেন।

লকডাউন মুক্ত হবার পর, উহান শহর মহামারী থেকে ধীরে ধীরে সংকট থেকে পুরোপুরি মুক্ত হবার দিকে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা লকডাউন শেষ হবার পর, উহানের অবস্থা নিয়ে আলোচনা করব।

২২ এপ্রিল, উহান লকডাউনমুক্ত হবার পর ১৪ দিন পর্যবেক্ষণ সময়ও শেষ হয়। মহামারীতে একসময় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া এ শহর ধাপে ধাপে ভাল হয়ে ওঠে।

২২ এপ্রিল থেকে উহানের সব বাস ও রেল পরিবহন পুনরুদ্ধার হয়। ৩০ এপ্রিল, অনলাইন ট্যাক্সি রিজার্ভেশন আবার শুরু হয়। যখন পরিবহন পুনরায় শুরু হয় তখন শহরে আবার দেখা যায় প্রাণশক্তি। উ হানের প্রতীক হুয়াং হ্য লো পার্ক আংশিক খোলা হয় এবং ২০ এপ্রিল, উ হান বিখ্যাত দর্শনীয় স্থান, থান হুয়া লিন ঐতিহ্যিক রাস্তার কেন্দ্রীয় অংশ পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়। রাস্তার দু'পাশের দোকানগুলোতে আগের মতো কেনাকাটা শুরু হয়।

উ হানের কেন্দ্রীয় রাস্তাগুলোতে দেখা যায় নানা শ্লোগান; যেমন 'হ্যালো উহান', 'অনেক সময় দেখা হয়নি' ইত্যাদি। মানুষ এ শ্লোগান দেখে ছবি তুলতে চায়। গুরমেট শপের সামনে মানুষ আবার লাইন দিয়ে খাবার কিনছে।

উ হান চিড়িয়াখানা ২২ এপ্রিল আবার উন্মুক্ত করে দেওয়া হয়। তবে পর্যটকের সংখ্যা ১৫ হাজারের নীচে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তিন মাস পর, চিড়িয়াখানায় দেখা যায় কয়েকজন নতুন বন্ধু। দুটি এল্ক এবং একটি টনি, ৫টি কালো রাঁজহাসের বাচ্চার জন্ম হয়েছে।

যদিও মহামারী পরিস্থিতির উন্নতি ঘটেছে, তবে লকডাউনমুক্ত মানে সবকিছু মুক্ত করে দেওয়া নয়! উ হানে পর্যটকরা যদি কোন দর্শনীয় স্থানে যেতে চায় তবে তাদেরকে 'স্বাস্থ্য কোড বা কিউআর কোড' দেখাতে হয় এবং তাপমাত্রা মাপা ও রিয়েল-নাম নিবন্ধন করতে হয়। যখন পাবলিক পরিবহন ব্যবহার করে তখনও এ কোড, আইডি কার্ড দেখাতে হয় এবং তাপমাত্রা মাপতে হয়।

৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত, রেলপথ, সড়কপথ ও বিমানের মাধ্যমে মোট ১০ লাখ ৯৮ হাজার ৬০০ জন উ হান ছেড়ে অন্য জায়গায় যায় এবং ১.৩ কোটি পার্সন টাইমস পাবলিক পরিবহন ব্যবহার করে।

সকালে শীর্ষসময়ে কিছু রাস্তায় আবার দেখা যায় ট্রাফিক জ্যাম। উ হান নাগরিকজীবন আগের অবস্থায় ফিরে যাচ্ছে।

২১ এপ্রিল সকালে, উ হানের একটি কারখানায় শোনা যাচ্ছে যন্ত্রের শব্দ। ৮টি উত্পাদন লাইনের মধ্যে ৭টি পুনরুদ্ধার হয়েছে এবং ৪ মাসের অর্ডার পূরণে কাজ করা হচ্ছে। কোম্পানির দায়িত্বশীল ব্যক্তি বলেন, তাদের চলতি বছরের বার্ষিক ব্যবসায়ের উদ্দেশ্য পূরণ করার ব্যাপারে তারা আস্থাবান। একই দিনে উ হান মানবসম্পদ ও সামাজিক ব্যুরোর উদ্যোগে অনুষ্ঠিত হয় ২০২০ সালের প্রথম নিয়োগ মেলা। ৭টি শাখা জায়গায় মোট ১০ হাজারের বেশি কর্মসংস্থান অফার করা হয়। বৃষ্টি হলেও ৭০০০-এর বেশি মানুষ এ মেলায় অংশগ্রহণ করে এবং ৩৫২৮ জন কর্মসংস্থানের জন্য আবেদন জানায়।

চলতি বছরের প্রথম তিন মাসে হু পেই প্রদেশের জিডিপি গেল বছরের একই সময়ের তুলনায় ৩৯.২ শতাংশ কম ছিল এবং উহানের উপাত্ত এখনও প্রকাশিত হয়নি। তবে আমরা জানি এ উপাত্ত খারাপ হতে পারে। কেন্দ্রীয় সরকার থেকে স্থানীয় সরকার পর্যন্ত হুপেই ও উহানের অর্থনীতি ও সামাজের উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

৪ এপ্রিল, উ হানে অনুষ্ঠিত হয় প্রথম অনলাইন বিনিয়োগ কার্যক্রম। ৬৯টি প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয় এবং মোট বিনিয়োগের পরিমাণ ২৪ হাজার ৫১০ কোটি ইউয়ান। ১০ এপ্রিল, ভিডিওর মাধ্যমে দেখা যায় উ হানের ১০০টি বড় প্রকল্প বাস্তবায়নের কাজ একসাথে পুনরায় শুরু হয়। এসব প্রকল্পে মোট বিনিয়োগ ১৮ হাজার ৬৫৭ কোটি ইউয়ান।

উ হান রুই লি সেন নামের একটি সরঞ্জাম ইঞ্জিনিয়ারিং কোম্পানির মহাব্যবস্থাপক ব্যাংক থেকে ৩০ লাখ ইউয়ান ঋণ পেয়েছেন। তিনি আশ্বস্ত হয়েছেন। এ কোম্পানির হাতে ২ কোটি ইউয়ানের অর্ডার আছে এবং এ ঋণের সাহায্যে অর্থ প্রবাহের সমস্যা সমাধান করা যাবে।

সুযোগ ও সংকট সবসময় একসাথে থাকে, সংকট কাটিয়ে উঠতে পারলে আসবে সুযোগ। ৮ এপ্রিল সকালে, উ হানের ভাইস মেয়র লি ছিয়াং অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে উহান শহরের উত্পাদন ও জীবনযাপন পুনরুদ্ধারের অবস্থা তুলে ধরেন। পাশাপাশি তিনি উ হানের বিখ্যাত পণ্য ক্রয় করতে অন্যদেরকে সুপারিশ করেন।

সম্প্রতি অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে উ হানের পণ্য বিক্রয় নতুন একটি প্রবণতায় পরিণত হয়। চীনের নানান ই-বাণিজ্য প্ল্যাটফর্মে বিখ্যাত উপস্থাপক উহানের বিখ্যাত খাবার ও বৈশিষ্ট্যসম্পন্ন পণ্য সুপারিশ করছেন; যেমন, নুডলস, হাস, চিঁড়ি মাছ, ইত্যাদি।

মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের প্রক্রিয়ায় হাজির হয় নানা নতুন ব্যবসার সুযোগ ও শিল্পের পদ্ধতি। দেশবিদেশের বিনিয়োগকারীরা অবশ্যাই এ সুযোগ দেখছেন।

২০ এপ্রিল, মার্কিন Honeywell কোম্পানি ঘোষণা করে তারা উহানে প্রতিষ্ঠা করবে তাদের একটি সদর দফতর। ২০২০ সালে এ কোম্পানি প্রথম বিশ্ব সেরা ৫০০টি কোম্পানির একটি যেটি উহানে কারখানা স্থাপন করে। কোম্পানির চীনা অংশের প্রেসিডেন্ট ছাং ইউ ফেং বলেন, মহামারীর পর, উহানের মাধ্যমে বিশ্ব দেখবে চীনা অর্থনীতির সম্ভাবনা ও সুপ্ত শক্তি।

১৭ এপ্রিল, উহান সরকার সংশোধিত উপাত্ত প্রকাশ করে। ১৬ এপ্রিল পর্যন্ত উ হানে মোট ৫০ হাজার ৩৩৩ জন কোভিড-১৯ শনাক্ত হয় এবং মারা গেছে ৩৮৬৯ জন। এ দায়িত্বশীল আচরণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পায়।

২০ এপ্রিল থেকে উ হানের ৬৯টি হাসপাতালে শুরু হয় সাধারণ রোগী গ্রহণ। এর মধ্যে ৬৮টি হাসপাতালের সব সাধারণ বিভাগ পুনরুদ্ধার হয়।

রাতের আধার কেটে যাবে, দিনের আলো ফুঠবে। আমরা বিশ্ব করি, বড় সংকট সম্পূর্ণ কাটিয়ে উঠবে উ হান এবং বিশ্বের অন্য দেশও চীনের মতো মহামারীর বিরুদ্ধে চুড়ান্ত জয় লাভ করবে।( শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040