রোববারের আলাপন-200503
  2020-05-03 13:46:46  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।

আকাশ: বন্ধুরা, এখন নভেল করোনাভাইরাস নিউমোনিয়া তথা কোভিড-১৯ প্রতিরোধের লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ সময়।আজকের অনুষ্ঠানের শুরুতে, প্রথম আমরা আপনাদের সাথে একটি খবর আপনাদের সাথে শেয়ার করছি।

দেশের জনগণ ও চিকিত্সক ও নার্সের যৌথ প্রচেষ্টায় ২৬ এপ্রিল চীনের উহানের হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীর সংখ্যা শূন্যে পৌঁছেছে। রোববার অনুষ্ঠিত চীনের রাষ্ট্রীয় পরিষদের যৌথ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার এক সাংবাদিক সম্মেলনে চীনের স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং এ তথ্য জানান।

বন্ধুরা, কয়েক মাস আগে, উহান শহর ছিল মহামারীর এপিসেন্টের। কিন্তু সবার প্রচেষ্টার মাধ্যমে অবশেষে উহানের হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীর সংখ্যা শূন্যে পৌঁছেছে। কোভিড-১৯ নিউমোনিয়া এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তবে, উহানের খবর প্রমাণ করেছে যে, যদি আমরা একযোগে বৈজ্ঞানিক উপায়ে প্রতিরোধ করি , আমরা এ ভাইরাস ও মহামারীকে নিয়ন্তণে আনতে পারি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040