
সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক 'কফিহাউসের আড্ডা' অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলতি বছরের ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মবার্ষিকী। ১৯২৪ সালে কবির ৬৪তম জন্মোৎসবে কবি ছিলেন চীনে। অনেক দিন পর কবি চীনের সেই জন্মদিনের স্মরণে লিখেছিলেন, 'একদা গিয়েছি চীনদেশে, অচেনা যাহারা, ললাটে দিয়েছে চিহ্ন, তুমি আমাদের চেনা বলে-যেখানেই বন্ধু পাই সেখানেই নবজন্ম ঘটে।...' রবি ঠাকুরের জন্মদিনের কথা স্মরণ করে আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন শুভম পাল। তিনি লেখক ও সাংবাদিক। তিনি ক্লাস ২ থেকে মাস্টারস অবধি শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন।
চলুন তাহলে, আলাপ করি তার সাথে।
(স্বর্ণা/আলিম/সুবর্ণা)






