সহজ চীনা ভাষা---'চিনমেনকে বিদায় দেওয়া'
  2020-05-18 15:04:27  cri

বন্ধুরা, প্রথমে আপনাদের পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হচ্ছে চীনের থাং রাজবংশের বিখ্যাত কবি লি পাই রচিত একটি কবিতা। প্রাচীনকালে চীনের সবচেয়ে জনপ্রিয় ও বিখ্যাত কবি হলেন লি পাই। চীনে তিনি 'শি সিয়ান' বা 'কবির দেবতা' খেতাবে পরিচিত। তিনি ৫ বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন এবং মাত্র ২০ বছর বয়সে তিনি তার কবিতার জন্য বেশ পরিচিত হয়ে ওঠেন। লি পাই চীন ভ্রমণ করতে করতে অসংখ্য কবিতা লিখেন। সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও নতুন বন্ধু তার কবিতা রচনার অনুপ্রেরণা। সারা জীবনে তিনি প্রায় ৩০০০ কবিতা লিখেছিলেন।

আসলে প্রাচীন চীনা কবিতা রচনা করা অনেক কঠিন। এর অনেক কঠোর নিয়ম ছিল, নির্ধারিত অক্ষরের পরিমাণ, ছন্দ ও কাঠামো মেনে চলতে হয়; আর এর ভিত্তিতে পূর্ণ অর্থ ও আবেশ প্রকাশিত হয়। তবে লি পাই অতীতের পুরানো নিয়ম ঝেড়ে ফেলে ইচ্ছামতো মনের ভাব প্রকাশ করেন। তার কবিতায় দেখা যায় অসাধারণ ও রোমান্টিক কল্পনা, সহজ ও সুন্দর ভাষা এবং আবেগপূর্ণ অনুভূতি। এসব বৈশিষ্ট্য অন্যান্য কবির কবিতায় খুব কম দেখা যায়। এতে তিনি নতুন কবিতার প্রবণতা সৃষ্টি করেন এবং পরবর্তীতে চীনা সাহিত্যে তিনি ব্যাপক প্রভাব ফেলেন।

আজকের কবিতাটি লি পাই যৌবনকালে সিছুয়ান প্রদেশে ভ্রমণ করার সময় লিখেছেন। ভ্রমণের সময় সুন্দর দৃশ্য ও কবির অনুভূতির কথা কবিতায় লেখা হয়েছে। কবিতার ভাবানুবাদ অনেকটা এমন:

আমি এই নদী দিয়ে নৌকা করে দূরের চিনমেনে পৌঁছেছি। প্রাচীনকালে এটি ছিলো বিখ্যাত ছু রাজ্য। নৌকা সামনে চলার সঙ্গে সঙ্গে উঁচু পাহাড় যেন সমভূমি হয়ে যায়, নদী আরো প্রশস্ত হয়ে ওঠে। রাতে নদীতে চাঁদের প্রতিফলন দেখা যায়, যেন আকাশ থেকে পড়া একটি উজ্জ্বল আয়না! আকাশে মেঘ সুন্দর মরীচিকা তৈরি করে। এখনকার দৃশ্য অনেক সুন্দর হলেও আমি জন্মস্থানের নদী আরো বেশি পছন্দ করি। কারণ, সেই নদীর জলে নৌকা ভাসিয়ে অনেক দূর ঘুরে আসতে পারি।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

再見 zài jiàn খোদা হাফেজ/ আবার দেখা হবে 我們還會再見的 wǒ mén hái huì zài jiàn de আমাদের আবার দেখা হবে।

告別 gào bié বিদায় দেওয়া 向他告別 xiàng tāgào bié তার বিদায় দেওয়ার

送sòng পাঠানো 送禮物 sòng lǐ wù উপহার পাঠানো 送快遞sòng kuài dì এক্সপ্রেস পাঠানো送信sòng xìn চিঠি পাঠানো

雖然……但是……suī rán dàn shì …হলেও…/যদিও…তবুও… 雖然這裡的風景很美,但我更喜歡我的家鄉 suī rán zhè lǐ de fēng jǐng hěn měi, dàn shìwǒ gèng xǐ huān jiā xiāng এখানকার দৃশ্য সুন্দর হলেও আমি আমার জন্মস্থান আরো বেশি পছন্দ করি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040