মহামারি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, উন্মুক্তকরণ ও নানা দেশের সঙ্গে মৈত্রী গভীর করবে চীন: লি খ্য ছিয়াং
  2020-05-22 17:12:36  cri

মে ২২: আজ (শুক্রবার) জাতীয় গণকংগ্রেসের বার্ষিকী অধিবেশনে উত্থাপিত সরকারি কার্যবিবরণীতে জোর দিয়ে বলা হয়, নতুন বছর চীন নানা দেশের সঙ্গে মহামারি মোকাবিলায় সহযোগিতা জোরদার করবে, বিশ্ব অর্থনীতির স্থিতিশীল ও বিশ্ব প্রশাসন এগিয়ে নিয়ে যাবে, উন্মুক্তকরণ বাড়িয়ে নানা দেশের সঙ্গে মৈত্রী গভীর করবে। ২০১৯ সালের কূটনৈতিক ফলাফল পর্যালোচনা করে প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেন, গেল এক বছরে চীন বৈশ্বিক প্রশাসন ব্যবস্থা নির্মাণ ও সংস্কারে অংশ নিয়েছে এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করেছে। ২০২০ সালে চীনের কূটনৈতিক কাজ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, গণস্বাস্থ্য সংকট ও অর্থনৈতিক মন্দাবস্থাসহ নানা চ্যালেঞ্জের সামনে বিভিন্ন দেশের সহযোগিতা করা উচিত্। মহামারি মোকাবিলায় সহযোগিতা ও বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা ও বিশ্ব প্রশাসন এগিয়ে নেবে চীন। জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থা ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করবে চীন। বেইজিং শান্তি ও উন্নয়নের পথে চলবে এবং সবসময় বিশ্ব শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির গুরুত্বপূর্ণ শক্তি হবে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040