চীনা বিজ্ঞানীদের আবিষ্কৃত টিকা পরীক্ষার প্রথম পর্যায়ের ফলাফল আশাব্যঞ্জক: ল্যান্সেট
  2020-05-23 14:45:55  cri

মে ২৩: বিশ্বের প্রথম শ্রেণীর মেডিকেল জার্নাল 'ল্যান্সেট' স্থানীয় সময় গতকাল (শুক্রবার) চীনের ২১ জন বিজ্ঞানীর আবিষ্কৃত করোনা ভাইরাসের টিকার পরীক্ষার প্রথম পর্যায়ের ফলাফলসম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, এই টিকা মানুষের শরীরে প্রয়োজনীয় রোগ-প্রতিরোধক ক্ষমতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত, চীনা গবেষণাদলটি ১৯৫ জন স্বেচ্ছাসেবীর যোগ্যতা যাচাই করে। পরে ১০৮ জনকে টিকা পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। তাদের মধ্যে পুরুষ ৫১ শতাংশ, নারী ৪৯ শতাংশ; গড় বয়স ৩৬.৩ বছর। তাদেরকে তিন গ্রুপে ভাগ করে নিম্ন, মাঝারি ও উচ্চ পরিমাণের টিকা প্রয়োগ করা হয়।

পরীক্ষার ফলাফল অনুসারে, টিকা গ্রহণের ১৪ দিন থেকে পরীক্ষায় অংশগ্রহণকারীদের শরীরে অ্যান্টিবডির পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। আর টিকা গ্রহণের ২৮ দিনে অ্যান্টিবডির পরিমাণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়।

'ল্যান্সেট'-এর প্রধান সম্পাদক রিচার্ড হর্টন সামাজিক যোগাযোগমাধ্যমে এই অগ্রগতির খবর শেয়ার করেন। তিনি বলেন, এই টিকা নিরাপদ এবং মানবদেহে ইমিউনিটি সৃষ্টি করতে পারে। এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040