চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশন শুরু
  2020-05-23 16:01:00  cri
মে ২২: আজ (শুক্রবার) সকালে চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশন বেইজিংয়ে শুরু হয়েছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও অন্যান্য নেতৃবৃন্দসহ ২৮৯৭ জন এনপিসি প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোভিড-১৯ মহামারীর কারণে গত ২২ বছরে এবারই প্রথম পিছিয়ে দেওয়া হয় এনপিসি'র অধিবেশন। উদ্বোধনী অনুষ্ঠানে কোভিড-১৯ মহামারীতে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে গত এক বছরের সরকারি কার্যবিবরণী পেশ করেন চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এবং নতুন বছরের কর্মপ্রতিবেদন জমা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দুটি আইনী বিষয় পর্যালোচনা করা হবে। দুটি বিষয় হচ্ছে: চীনের প্রথম সিভিল কোডের খসড়া এবং চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের রাষ্ট্রীয় নিরাপত্তা সংরক্ষণ ব্যবস্থা ও নির্বাহী ব্যবস্থার খসড়া।

প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেন, ২০১৯ সালে বহু চ্যালেঞ্জের সম্মুখীন হয় চীন। কিন্তু দেশের মূল লক্ষ্যসমূহ অর্জিত হয়েছে। উক্ত বছর অর্থনীতির স্থিতিশীলতা বজায় ছিল, গণজীবিকার উন্নতি ঘটেছে। ফলে সার্বিক সচ্ছল সমাজ গঠনের ভিত্তি স্থাপিত হয় ২০১৯ সালে।

২০২০ সালে চীনা সরকার কর্মসংস্থান ও জনজীবিকা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবে এবং সার্বিকভাবে দারিদ্র্যবিমোচন ও সচ্ছল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনের চেষ্টা করবে। আজ (শুক্রবার) জাতীয় গনকংগ্রেসকে জমা দেওয়া সরকারের কার্যবিবরণীতে এ কথা বলা হয়।

কার্যবিবরণীতে বলা হয়, চলতি বছর চীনের লক্ষ্য ৯০ লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেকারত্বের হার ৬ শতাংশের মধ্য সীমিত রাখা।

কার্যবিবরণীতে আরও বলা হয়, বৈশ্বিক মহামারীর প্রভাবে চীনের উন্নয়নে অস্থিতিশীল উপাদান রয়েছে। তাই ২০২০ সালের বিস্তারিত উন্নয়ন-লক্ষ্য উত্থাপিত হয়নি। বিভিন্ন পক্ষের উচিত সংস্কার ও উন্মুক্তকরণের ভিত্তিতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, কার্যকরভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা, এবং স্বাস্থ্যকর উন্নয়ন বাস্তবায়নের পথ খুঁজে বের করা।

জানা গেছে, চলতি বছর চীনে বিভিন্ন খাতে কর ও শুল্ক আরও কমে যাবে। স্থায়ী পরিকল্পনা বজায় রাখার পাশাপাশি অস্থায়ীভাবে অর্থনীতি উন্নয়নের নীতিও চালু করা হবে। দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এ কঠিন সময়ে বিশেষ সহায়তা দেওয়া হবে। বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে তাদের জন্য ২.৫ ট্রিলিয়ন ইউয়ানের শুল্ক কমানো হবে। তা ছাড়া, উত্পাদন খরচ কমানো, আর্থিক সহায়তা জোরদার করা, এবং ঋণের সুবিধাও দেওয়া হবে।

সরকারি কার্যবিবরণীতে আরো বলা হয়, চলতি বছর চীনে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানসংক্রান্ত তিন বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। এ পরিকল্পনা অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থ তত্ত্বাবধান ব্যবস্থা সম্পূর্ণ করা হবে এবং বহুমাত্রিক মালিকানাধীন ব্যবস্থা সংস্কার গভীরতর করা হবে। বাজারের নিয়মে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর পরিচালনা-ব্যবস্থা সম্পূর্ণ করা হবে। এতে প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা-শক্তি বাড়বে।

প্রতিবেদন বলেন, ব্যাপকভাবে মধ্য ও স্থায়ী ঋণ বাড়ানো হবে। শিল্প ওয়েবসাইট উন্নয়ন ও স্মার্ট উত্পাদন উন্নয়ন করা হবে। চীন অব্যাহতভাবে ওয়েবসাইট প্লাস উন্নয়ন করতে থাকবে, যাতে ডিজিটাল অর্থনীতির নতুন সুবিধা গড়ে তোলা যাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, চীন বিজ্ঞান ও উদ্ভাবনের সামর্থ্য বাড়াতে কাজ করে যাবে। আন্তর্জাতিক পরীক্ষাগার নির্মাণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার ওপরও চীন গুরুত্বারোপ করে যাবে।

লি খ্য ছিয়াং বলেন, চলতি বছর আঞ্চলিক বিশেষ বন্ড ৩.৭৫ ট্রিলিয়ন ইউয়ান হবে, যার মধ্যে কেন্দ্রীয় বাজেট ৬০০ বিলিয়ন ইউয়ান হবে। এ অর্থ প্রধানত নতুন ধরনের অবকাঠমো ব্যবস্থা প্রতিষ্ঠা, নতুন প্রজন্মের তথ্যনেটওয়ার্ক ও ৫-জি প্রযুক্তি উন্নয়ন, নতুন ধরনের শহরায়ন প্রতিষ্ঠা, পরিবহন ও জলসেচ ব্যবস্থার প্রতিষ্ঠা ইত্যাদি খাতে ব্যবহৃত হবে। (ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040