এনপিসি'র প্রতিনিধিরা কর্মসংস্থান স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব দেন
  2020-05-23 18:40:03  cri
মে ২৩: গতকাল (শুক্রবার) চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের দেওয়া ১০ হাজারেরও বেশি অক্ষরের সরকারি কার্যবিবরণীতে ৩৯ বার 'কর্মসংস্থান' শব্দটি উল্লেখ করা হয়। এতে বিশেষ সময় অর্থনৈতিক ও সামাজিক কাজের ওপর গুরুত্বারোপ প্রমাণিত হয়। চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র প্রতিনিধিরা কর্মসংস্থান ইস্যু নিয়ে যার যার প্রস্তাব উত্থাপন করেছেন।

চলতি বছর কর্মসংস্থানের ওপর আকস্মিক মহামারীর নেতিবাচক প্রভাব প্রসঙ্গে এনপিসি'র প্রতিনিধি তথা হুপেই প্রদেশের সানমেনসিয়া শহরের মেয়র আনওয়েই মহামারী পরিস্থিতিতে 'গৃহবন্দির অর্থনীতি' ও 'ক্লাউড অর্থনীতির' প্রাণবন্ত উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন। ব্যাপকভাবে ই-কমার্স শিল্প, ইলেক্ট্রোনিক ট্যাক্সি ও ডেলিভারি সেবাসহ নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রস্তাব দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের কর্মসংস্থান হলো কর্মসংস্থান স্থিতিশীল রাখার গুরুত্বপূর্ণ অংশ। এ প্রসঙ্গে এনপিসি'র প্রতিনিধি তথা থিয়েন চিন শহরের মানবসম্পদ ও সামাজিক নিশ্চয়তা ব্যুরোর প্রধান ইয়াং কুয়াং এই প্রস্তাব দেন যে, কর্মসংস্থানের সুযোগ বাড়াতে মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অনুপ্রেরণা দেওয়া এবং তাদের জন্য সুবিধাজনক নীতি গ্রহণ করতে হবে।

এনপিসি'র প্রতিনিধি ও চেচিয়াং প্রদেশের থিয়েননেং কোম্পানির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান চাং থিয়েন রেন কর্মসংস্থান স্থিতিশীল করে তোলার ক্ষেত্রে সৃজনশীলতার ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমানে অনেক ঐহিত্যবাহী যন্ত্রনির্মাণ শিল্প এবং অনেক শিল্পপ্রতিষ্ঠানে মানুষের পরিবর্তে মেশিনের ব্যবহার হচ্ছে। তাই প্রযুক্তি, পণ্য এবং বাজারের সৃজনশীলতার মাধ্যমে কর্মসংস্থানের আরো বেশি সুযোগ সৃষ্টি করা উচিত। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040