হংকংসংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তা আইনের ব্যাপারে ম্যাকাওয়ের আইন মহলের ইতিবাচক দৃষ্টিভঙ্গি
  2020-05-24 15:17:47  cri
মে ২৪: চলতি বছরের দুই অধিবেশনে চীনের জাতীয় গণকংগ্রেস রাষ্ট্রীয় পর্যায়ে হংকংসংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তা সুরক্ষাসংক্রান্ত আঞ্চলিক আইনগত ব্যবস্থা ও কার্যনির্বাহী ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলার যে সিদ্ধান্ত নিয়েছে তা ম্যাকাওয়ের বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। এর মধ্যে ম্যাকাওয়ের আইন মহলের কর্মকর্তারা বলেন, হংকংসংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তা আইনের দুর্বলতা দূর করার আইনগত ভিত্তি আছে এবং এ কাজ খুব প্রয়োজনীয়ও বটে। ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের অনুশীলন থেকে দেখা যায়, জাতীয় নিরাপত্তাসংক্রান্ত আইন প্রণয়ন করা বিশেষ প্রশাসনিক অঞ্চলের স্থায়ী সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য কল্যাণকর।

অ্যাসোসিয়াকাও দে প্রোমোকাও জুরিদিকা দে ম্যাকাওয়ের প্রধান লি হুয়েন চিয়াং বলেন, জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির মাধ্যমে জাতীয় নিরাপত্তা সুরক্ষাসংক্রান্ত হংকংয়ের আইন মৌলিক আইন, সংবিধান এবং হংকং বিশেষ প্রশানসিক অঞ্চলের অবস্থা অনুযায়ী প্রণয়ন করা যায়। তাই এই আইন নিঃসন্দেহে হংকংবাসীদের আইন অনুযায়ী অধিকার ও স্বাধীনতা সুরক্ষা করবে।

ম্যাকাওয়ের আইন মহলের প্রতিনিধিরা বলেন, ম্যাকাওয়ে ২০০৯ সালে সুষ্ঠুভাবে জাতীয় নিরাপত্তা সুরক্ষা সংক্রান্ত আইন পেশ করা হয়। ম্যাকাওয়ের অনুশীলন থেকে দেখা যায়, এই আইন শুধুমাত্র দেশ বিচ্ছিন্নতাকারী, সশস্ত্র তত্পরতার সঙ্গে লিপ্ত থাকা এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বলবত হবে। বিশেষ প্রশাসনিক অঞ্চলে বসবাসকারীদের আইন অনুযায়ী বিভিন্ন অধিকার ও স্বাধীনতা ভোগের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে না। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040