উহানের পরীক্ষাগার থেকে ভাইরাস বের হওয়া সম্ভব না: পরীক্ষাগারের প্রধান
  2020-05-24 16:03:53  cri
নভেল করোনাভাইরাস মহামারী বিশ্বে ছড়িয়ে পড়ার পর পাশ্চাত্যের কোনো কোনো রাজনীতিবিদ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ভাইরাসের উত্পত্তি নিয়ে 'যড়যন্ত্রতত্ত্ব' বের করতে থাকেন। 'নভেল করোনাভাইরাস উহানের পরীক্ষাগার থেকে বের হয়েছে'—এটি হচ্ছে তেমন একটি ষড়যন্ত্রতত্ত্ব। সম্প্রতি উহান পরীক্ষাগারের প্রধান ওয়াং ইয়ান ই সিজিটিএন-কে দেওয়া এক সাক্ষাত্কারে এই তত্ত্বকে নাকচ করে দেন।

সাক্ষাত্কারে তিনি বলেন, 'গত বছরের ডিসেম্বর মাসের শেষ নাগাদ তথা ৩০ ডিসেম্বর উহান পরীক্ষাগার প্রথমবারের মতো এই ভাইরাস নিয়ে গবেষণা শুরু করে। তখন এই ভাইরাসকে ডাকা হতো অজ্ঞাত পরিচয় নিউমোনিয়া ভাইরাস। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর আমরা আবিস্কার করতে সক্ষম হয়ই যে এটি নতুন ধরনের করোনাভাইরাস। এর আগে আমরা কখনও এই ভাইরাস নিয়ে গবেষণা করিনি; এমনকি এটি দেখিওনি বা সংরক্ষণও করিনি। আসলে আমরাও সবার মতো এই ভাইরাসের অস্তিত্ব সম্পর্কে বেখবর ছিলাম। যে জিনিস আমাদের কাছে ছিলই না, তা কীভাবে আমাদের এখান থেকে বের হবে?!' (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040