পরস্পরকে সমর্থন ও সাহায্য করতে চায় চীন ও যুক্তরাষ্ট্রের জনগণ: ওয়াং ই
  2020-05-24 17:18:39  cri

মে ২৪: আজ (রোববার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিংয়ে চীনের জাতীয় গণকংগ্রেস এবং রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক সম্মেলনের সাংবাদিক সম্মেলনে বলেন, চীন-যুক্তরাষ্ট্র সহযোগিতা উভয়ের জন্যই কল্যাণকর; সংঘাত দু'দেশর জন্যই ক্ষতিকর। চীন ও যুক্তরাষ্ট্রের সামাজিক ব্যবস্থা ভিন্ন। এই ভিন্নতা দু'দেশের জনগণের বাছাই। দু'দেশের উচিত পরস্পরকে সম্মান করা। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেশকিছু ব্যাপারে মতভেদ আছে। তবে সহযোগিতার সুযোগ নেই বলা ঠিক হবে না।

ওয়াং ই বলেন, চীন পারস্পরিক সম্মান, সহযোগিতা ও কল্যাণের নীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়, সহযোগিতা ও স্থিতিশীলতার ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন করতে চায়। পাশাপাশি, চীন দৃঢ়ভাবে নিজের সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখন্ডতা রক্ষা করবে, নিজের উন্নয়নের বৈধ অধিকারকে রক্ষা করবে।

ওয়াং ই আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের কিছু রাজনৈতিক শক্তি চীন-মার্কিন সম্পর্ককে নষ্ট করতে চায় এবং এ সম্পর্ককে তথাকথিত 'নতুন স্নায়ুযুদ্ধে' রূপান্তরিত করতে চায়। চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মৌলিক ও দীর্ঘস্থায়ী স্বার্থ, মানবজাতির ভবিষ্যত ও কল্যাণের জন্য চীন ও যুক্তরাষ্ট্রের উচিত সহাবস্থানের পথ খুঁজে নেওয়া। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040