চীনের দেওয়ানি আইন বুঝতে পাঁচটি বিষয় জানতে হবে
  2020-05-24 17:21:39  cri

মে ২৪: চীনের দেওয়ানি আইনের খসড়া চীনের জাতীয় গণকংগ্রেসের সম্মেলনে যাচাই প্রক্রিয়ায় প্রবেশ করেছে। এটি হবে চীনের প্রথম কোড দিয়ে নাম রাখা আইন। এ আইনকে বুঝতে হলে নিচের পাঁচটি বিষয় বুঝতে হবে:

১. দেওয়ানি আইনের ব্যবস্থাপনা হল চীনের আইনব্যবস্থায় গুরুত্বপূর্ণ। এটি দেশের প্রশাসন ব্যবস্থা এবং প্রশাসন সামর্থ্যের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করেছে।

২. দেওয়ানি আইনের কেন্দ্রীয় বিষয় হল 'জনগণ'। জনগণের জন্য প্রণীত আইন এটি।

৩. এই আইন চীনা জাতির সংস্কৃতির ফল। বিশেষ করে, সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরে দেওয়ানি আইন নিয়ে গবেষণার অর্জিত ফলাফল এতে প্রতিফলিত হবে।

৪. এ আইন যুগের প্রতিফলন। চীন এখন তথ্যপ্রযুক্তির যুগে আছে। তাই এতে যুগের সংগতিপূর্ণ কিছু নতুন বিষয় যোগ করা হবে।

৫. এটি হবে উন্মুক্ত একটি আইন। এখন এর বিধির সংখ্যা ১২৬০টি। তবে তা যথেষ্ঠ নয়। পরে আরও সুসংহত করা হবে। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040