চীন ও ইইউ পরস্পরের কৌশলগত অংশীদার:ওয়াং ই
  2020-05-24 17:24:50  cri

মে ২৪: চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সার্বিক কৌশলগত অংশীদার। আজ (রোববার) বেইজিংয়ে ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশন চলাকালে এক সাংবাদিক সম্মেলনে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ মন্তব্য করেন।

তিনি বলেন, চীন ও ইইউ'র মধ্যে সংঘর্ষের কোনো বিষয় নেই। দু'পক্ষের পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা করার সুযোগ ক্রমশ বাড়ছে। করোনাভাইরাস মহামারীর এই সময়ে চীন ও ইইউ'র উচিত মতাদর্শগত পার্থ্যককে পাশে রেখে ঐকবদ্ধ্য হয়ে ভাইরাস প্রতিরোধ করা।

তিনি আরও বলেন, চীন ও ইইউ'র কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক কার্যক্রম ভাইরাসের কারণে প্রভাবিত হয়েছে। দু'পক্ষ উপযুক্ত সময়ে চীন-ইইউ শীর্ষ সম্মেলন আয়োজনের বিষয় নিয়ে আলোচনা করছে। দু'পক্ষ চলতি বছরের মধ্যে চীন-ইইউ পুঁজি বিনিয়োগ চুক্তির আলোচনা সম্পন্ন করার জন্য চেষ্টাও করছে। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040