নতুন পরিস্থিতিতে সৃষ্ট নতুন সুযোগ কাজে লাগাতে হবে: প্রেসিডেন্ট সি চিন পিং
  2020-05-24 17:27:46  cri

মে ২৪: চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র বার্ষিক সম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (শনিবার) সিপিপিসিসি-র বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারী অর্থনীতিসংশ্লিষ্ট প্রতিনিধিদের একটি সভায় অংশ নেন।

সভায় তিনি বলেন, চীনের উচিত দেশীয় চাহিদা পূরণকে উন্নয়নের সূচনা ও লক্ষ্য হিসাবে বিবেচনা করা। দেশে একটি সম্পূর্ণ অভ্যন্তরীণ চাহিদাব্যবস্থা গড়ে তুলতে হবে; উদ্ভাবনকে উত্সাহিত করতে হবে; এবং ডিজিটাল অর্থনীতি ও স্মার্ট উত্পাদন এগিয়ে নিয়ে যেতে হবে। নতুন পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে চীন নতুন সুযোগ ও সুবিধা পাবে, যা কাজে লাগাতে হবে।

প্রেসিডেন্ট সি আরও বলেন, বর্তমানে চীনের অর্থনৈতিক কার্যক্রম বড় চাপের মধ্যে রয়েছে এবং একটি অস্থিতিশীল ও অনিশ্চিত বিশ্বেই উন্নয়ন-কার্যক্রম চালাতে হবে। তবে চীনের পর্যাপ্ত অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে, যার কোনো পরিবর্তন ঘটেনি। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040