যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বদনাম করে, তারা শুধু নিজেদেরকেই কলঙ্কিত করে: ওয়াং ই
  2020-05-24 18:56:48  cri
মে ২৪: সম্প্রতি যুক্তরাষ্ট্র বার বার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অভিযুক্ত করে আসছে। এই সম্বন্ধে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (রোববার) বেইজিংয়ে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক অবস্থান কোনো দেশের পছন্দ বা ঘৃণার কারণে পরিবর্তন হবে না। যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বদনাম করে, তারা শুধু নিজেদেরকেই কলঙ্কিত করে। বস্তুত, বিশ্বের গণস্বাস্থ্য ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।

ওয়াং ই জোর দিয়ে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হল ১৯৪টি সার্বভৌম দেশের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। শুধু কোনো একটি দেশকে সেবা দেওয়া এ সংস্থার কাজ নয়। কোনো দেশ বেশি টাকা দিলেই সংস্থাটি সেই দেশের কাছে নতি স্বীকার করতে পারে না। মহামারীর সামনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সমর্থন করার অর্থ প্রাণ বাঁচানো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কার সম্বন্ধে ওয়াং ই বলেন, বহুপক্ষবাদের ভিত্তিতেই সংস্কার করতে হবে। এ ক্ষেত্রে বিজ্ঞানের ভিত্তিতে করা বিশেষজ্ঞদের প্রস্তাব বিবেচনায় নিতে হবে। পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্বব্যাপী গণস্বাস্থ্য সংকট মোকাবিলার সামর্থ্য বাড়াতে হবে এবং উন্নয়নশীল দেশের গণস্বাস্থ্য কাজের বরাদ্দ ও সমর্থন সম্প্রসারণ করতে হবে। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040