করোনাভাইরাসের উত্স খোঁজার কাজে বৈজ্ঞানিক সহযোগিতা সম্পর্কে চীন উন্মুক্ত মনোভাব পোষণ করে: ওয়াং ই
  2020-05-24 18:57:33  cri
মে ২৪: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (রোববার) বলেছেন, আন্তর্জাতিক বিজ্ঞান মহল করোনাভাইরাসের উত্স নিয়ে বৈজ্ঞানিক সহযোগিতা করছে। চীন এ বিষয়ে উন্মুক্ত মনোভাব পোষণ করে। আর ভাইরাস সমস্যার অজুহাতে চীনের বিরুদ্ধে যুক্তিহীন মামলা দায়ের করার কোনো বাস্তব ও আইনগত ভিত্তি নেই। এমন কোনো উদাহরণও নেই।

ওয়াং ই এদিন এক সাংবাদিক সম্মেলনে বলেন, করোনাভাইরাসের উত্স অনুসন্ধান একটি বৈজ্ঞানিক সমস্যা। বিজ্ঞানী এবং মেডিকেল বিশেষজ্ঞদের এই কাজ করা উচিত। চীন এ বিষয় নিয়ে আন্তর্জাতিক সহযোগিতার প্রশ্নে উন্মুক্ত মনোভাব পোষণ করে।

তিনি জোর দিয়ে বলেন, এই প্রক্রিয়া চালাতে পেশাদার, ন্যায়সংগত ও গঠনমূলক মনোভাব পোষণ করা উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে বিজ্ঞানী ও মেডিকেল বিশেষজ্ঞদের উচিত এ ব্যাপারে বিশ্বব্যাপী পর্যবেক্ষণ ও গবেষণা করা। এতে বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপ দূর করা যাবে এবং বিভিন্ন দেশের সার্বভৌমত্বকে সম্মানও দেখানো হবে। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040