মহামারী প্রতিরোধে চীনের দেওয়া সাহায্যের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই: ওয়াং ই
  2020-05-24 19:19:14  cri
মে ২৪: মহামারী প্রতিরোধে চীনের সাহায্য নিয়ে বহির্বিশ্বের সন্দেহ প্রসঙ্গে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (রোববার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, মহামারী প্রতিরোধের খুব কঠিন সময়ে চীন আন্তর্জাতিক সমাজের সাহায্য ও সমর্থন পেয়েছে। চীনা জাতি কৃতজ্ঞতা প্রকাশে দ্বিধা করে না। চীনারা বিভিন্ন দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সাহায্যের প্রতিদান দিতে চায়। তা ছাড়া, অন্যদের সাহায্য করতে আগ্রহী দেশ চীন। সমস্যার সময় হাত-পা গুটিয়ে বসে থাকে না চীন।

ওয়াং ই আরও বলেন, চীনের সকল কাজের পেছনে রাজনীতি থাকে না। সব কাজের পেছনে অর্থনৈতিক স্বার্থও লুকিয়ে থাকে না। মহামারী মোকাবিলায় চীনের সাহায্যের উদ্দেশ্য মাত্র একটি: যত বেশি সম্ভব জীবন বাঁচানো। চীন বিশ্বাস করে, সকল দেশের যৌথ প্রচেষ্টায় মহামারী চূড়ান্তভাবে নিয়ন্ত্রিত হতে পারে।

‌উল্লেখ্য, সাম্প্রতিক কয়েক মাসে চীন প্রায় ১৫০টি দেশ এবং ৪টি আন্তর্জাতিক সংস্থাকে জরুরি সাহায্য দিয়েছে। চীন বিশ্বের বিভিন্ন দেশে ৫৬৮০ কোটি মাস্ক এবং ২৫ কোটি পিপিই রপ্তানিও করেছে। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040