তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধে যুক্তরাষ্ট্রকে তাগিদ দিয়েছে চীন
  2020-05-25 11:10:02  cri
মে ২৫: সম্প্রতি তাইওয়ানে অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র অসন্তুষ্টি ও প্রতিবাদ জানিয়েছে চীন। গতকাল (রোববার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান এ প্রতিবাদ জানান।

গত ২০ মে তাইওয়ানের কাছে ১৮ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, মার্কিন পক্ষের এ সিদ্ধান্ত 'এক-চীন নীতি' ও 'চীন-যুক্তরাষ্ট্র তিনটি যৌথ ইস্তাহার' লঙ্ঘন করেছে। এ অনুমোদন চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নগ্ন হস্তক্ষেপ। চীন এতে তীব্র অসন্তুষ্টি ও বিরোধিতা জানায়।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমানে দুই তীরের জটিল সম্পর্কের অবস্থায় মার্কিন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের ভুল বার্তা দেবে এবং চীন-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।

তিনি মার্কিন পক্ষকে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত ত্যাগ করে তাইওয়ানের সঙ্গে সামরিক যোগাযোগ বন্ধের তাগিদ দেন।

(স্বর্ণা/তৌহিদ/তান হোং)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040