রোববারের আলাপন-200531
  2020-05-31 18:46:21  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।

আলিম: বন্ধুরা, আমরা আগের এক অনুষ্ঠানে চীনের জাতীয় নারী ভলিবল দলের ক্যাপ্টেন চু ঠিংয়ের গল্প আপনাদের সাথে ভাগাভাগি করেছি। আপনাদের মনে আছে কি? তিনি এনপিসি'র একজন প্রতিনিধিও বটে। তিনি দু'অধিবেশনে একটি সাক্ষাতকারে বলেন,

আকাশ: "চীনা নারী ভলিবলের চেতনা শুধু বিজয়ের মধ্য নিহীত নয়, এই চেতনা সবসময়ের জন্য। কিছু কিছু সময়ে আমরা জানি, আমাদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া খুব কঠিন হবে। কিন্তু আমরা এও জানি যে, জয়-পরাজয় যা-ই আসুক, আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। এ ধরনের চেতনা সবসময় আমাদেরকে উত্সাহিত ও অনুপ্রাণিত করে আসছে, যা কখনওই পরিবর্তন হয়নি। মাতৃভূমি শীর্ষ স্থানে, একতা, সমন্বয়, দৃঢ়প্রচেষ্টা, অধ্যবসায়—এ হচ্ছে আমাদের নারী ভলিবল দলের চেতনা। এটা আমাদের জাতির চেতনাও বটে। আমরা খেলাধুলার মাঠে এ চেতনায় উজ্জীবিত হয়ে জয়ী হতে চেষ্টা করি। সমাজের বিভিন্ন মহলের মানুষও একই ধরনের চেতনা দ্বারা উদ্বুদ্ধ হয়ে থাকেন।"

আলিম: চু ঠিং আরও জানান, টোকিও অলিম্পিক গেমস এক বছর পিছিয়ে যাওয়ায় চীনের নারী ভলিবল দলের অনেক সদস্যের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। তিনি বলেন,

আকাশ: "অতীত অভিজ্ঞতা থেকে আমরা বুঝি যে, সর্বোচ্চ কঠিন সময়ে আমাদেরকে সর্বোচ্চ একতা, দৃঢ়তা দেখাতে হবে ও নিজের কথা ভুলে যেতে হবে। সামনে আমাদের এমন কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আশা করি আমরা ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব, একযোগে প্রচেষ্টা চালাব।"

আলিম: আকাশ, আমি আগে চীনা নারী ভলিবল দলের চেতনার স্ফূরণ দেখেছি। কিন্তু তাদের এই চেতনার উত্স কী?

আকাশ: আসলে কোচ ইয়ান ওয়ে মিনের নেতৃত্ব ও নিদের্শনায় চীনা নারী ভলিবল দল নানা ধরনের সমস্যা অধ্যবসায়ের সঙ্গে মোকাবিলা করে আসছে। ১৯৮১ সালে চীনা নারী ভলিবল দল প্রথমে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ১৯৮১ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত, একটানা বিশ্বের শীর্ষ প্রতিযোগিতাসমূহে চীনা নারী ভলিবল দল এক টানা ৫ বার চ্যাম্পিয়ন হয়। যা বিশ্ব ভলিবল ইতিহাসে একটি নতুন রেকর্ড। ১৯৮১ সালের নভেম্বরে, চীনের নারী ভলিবল দল প্রথম বিশ্বকাপ জয় করে। তখন দি পিপলস্‌ ডেইলি এ সংবাদ কাভার করে। ১৯৮১ সালের ৪ঠা ডিসেম্বর পর্যন্ত, চীনা নারী ভলিবল দল মোট ৩০ হাজারের বেশি অভিনন্দনপত্র, উপহার ইত্যাদি পায়। চীনের বেইজিং ও উ শি শহরের কারখানার কর্মীদের পাঠানো চিঠিতে লেখা ছিল: "নারী ভলিবল দলের চেতনা অনুসরণ করব, উত্পাদনের লক্ষ্যমাত্রা পুরণ করব।"

নারী ভলিবল দলের চেতনা দ্বারা উতসাহিত হয়ে পিকিং বিশ্ববিদালয়ের শিক্ষার্থীরা গোটা সমাজকে আহবান জানিয়ে লেখে: "ঐকবদ্ধভাবে চীনা জাতির পুনরুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করব।"

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040