তরুণ দর্শকদের নান্দনিক অভ্যাসে সম্মান জানিয়ে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও টিভি নাটক সৃষ্টি করা যায়
  2020-06-28 10:40:49  cri

চীনে নভেল করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে চলচ্চিত্র ও টিভি নাটক শিল্পের নানা উত্পাদন কাজ ধাপে ধাপে স্থিতিশীলভাবে পুনরুদ্ধার হচ্ছে। চলতি বছর চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি) এবং গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি), অর্থাত্ দুই অধিবেশন চলাকালে বিভিন্ন প্রতিনিধি ও সদস্য চলচ্চিত্র ও টিভি নাটক সংক্রান্ত নানা বিষয়ে কথা বলেছেন এবং সক্রিয়ভাবে এ শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়নে মতামত প্রকাশ করেছেন। সিপিপিসিসি'র সদস্য এবং বিখ্যাত চিত্রনাট্যকার কাও মান থাং এক সাক্ষাত্কারে বলেন, প্রধান সুরভিত্তিক শিল্পকর্মের বাজার দখল করতে চাইলে তরুণ-তরুণীদের নান্দনিক অভ্যাসের ওপর অবশ্যই সম্মান প্রদর্শন করা উচিত্। তিনি মনে করেন, ভালো শিল্পকর্ম হিসেবে প্রথমেই তা মজাদার হতে হবে, তারপর তাত্পর্যসম্পন্ন হতে হবে। তার এ কথা বর্তমানে খুব গুরুত্বপূর্ণ।

ইন্টারনেটের দিন দিন উন্নয়নের প্রেক্ষিতে ডোমেস্টিক চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের মাধ্যমে আরো বেশি তরুণ তরুণীর মন জয় করতে চাইলে তাদের মানসিকতা সম্পর্কে জানতে হবে এবং তাদের নান্দনিক অভ্যাসের ওপর সম্মান প্রদর্শন করতেই হবে।

একদিকে তরুণরা হচ্ছে দেশের আশা ও ভবিষ্যত। তরুণ-তরুণীরা আন্তরিক ও সুগভীর দেশপ্রেমিক অনুভূতি পোষণ করলে এবং মহান স্বপ্ন ও দৃঢ় বিশ্বাসে অটুট থাকলে আমাদের দেশ ও জাতি অব্যাহতভাবে এগিয়ে যাওয়ার চালিকাশক্তি অর্জন করবে।

তরুণ-তরুণীদের দেশপ্রেমিক শিক্ষা ও বিশ্বাসের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের শিক্ষা কীভাবে পরিচালনা করা হবে? আমরা আবিষ্কার করেছি যে, চলচ্চিত্র ও টেলিভিশন নাটক এক্ষেত্রে কার্যকরী। এতে তাদের মজার ও গ্রহণযোগ্য বৈশিষ্ট্য এবং সুবিধাজনক বিষয়গুলো নীরবে নিভৃতে মানুষের ওপর প্রভাব ফেলতে পারে।

চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পকর্মে তরুণ তরুণীদের মানসিকতা, শখ ও নান্দনিক অভ্যাসের ওপর গুরুত্বারোপ করলে কার্যকরভাবে মূলধারার আদর্শ তৈরি হতে পারে এবং তাদেরকে সঠিক বিশ্বদর্শন, জীবনদর্শন, মূল্যবোধ ও সক্রিয় দৃষ্টিভঙ্গি দিতে পারে। এ ধরনের শিক্ষা ক্লাসরুম ও বই পড়ার তুলনায় একটু ভিন্ন রকমের। তাদের নান্দনিক অভ্যাসের সঙ্গে খাপ খাওয়ানোর ভিত্তিতে তা প্রচার করা হয় এবং বিনোদনের সঙ্গে সঙ্গে শিক্ষাদান করা হয়।

অন্যদিকে দেশের তরুণ-তরুণীরা চলচ্চিত্র ও টেলিভিশন নাটক বাজারের গুরুত্বপূর্ণ গ্রাহক গ্রুপ। যারা ১৯৮৫ সালের পরে জন্মগ্রহণ করেছেন, তারাই হলো বর্তমান চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের প্রধান দর্শক। ব্যাপক পরিসংখ্যানে দেখা গেছে, চলচ্চিত্র ও টিভি নাটকের ক্ষেত্রে তরুণ দর্শকদের চাহিদা বেশ সমৃদ্ধ। ডোমেস্টিক চলচ্চিত্র ও টিভি নাটক তরুণ দর্শকদের কাছে সমাদর পেলে নিঃসন্দেহে সিনেমা হলের উপস্থিতির হার ও টিভি নাটক উপভোগের হার বেড়ে যাবে এবং চলচ্চিত্র ও টিভি নাটকের বাজারে অসীম প্রাণবন্ত শক্তি যুক্ত হবে।

দেশীয় চলচ্চিত্র ও টিভি নাটক কীভাবে তরুণ তরুণীদের চিন্তাধারা তৈরি করে? তিনটি পদ্ধতিতে তা ব্যাখ্যা করা যায়।

প্রথমে তরুণ-তরুণীদের জনপ্রিয় চিত্র ভাষা ও বর্ণনামূলক উপায়ে প্রধান সুর তৈরি করে নির্মিত গল্প কাহিনী তুলে ধরা যায়। সাম্প্রতিক বছরগুলো 'Wolf Warriors', 'OPERATION RED SEA' এবং 'Me and My Motherland.'সহ ধারাবাহিক নতুন প্রধান সুরভিত্তিক চলচ্চিত্রে গল্প বলার নতুনত্বের ওপর মনোযোগ দেওয়া হয় এবং এসব গল্প তরুণ দর্শকদের মধ্যে খুব সমাদৃত হয়। ফলে প্রধান মূল্যবোধ প্রচার এবং পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে তা বক্স অফিসের খুব ভালো সাফল্য অর্জন করে।

যেমন, 'The Taking of Tiger Mountain' নামে চলচ্চিত্রে নিজের পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা ছাত্র চিয়াং লেইয়ের স্মৃতির মাধ্যমে মহান বিপ্লব ব্যক্তিগত পরিবারের ঘটনার সমন্বয় করা হয়। ফলে আধুনিক তরুণ-তরুণীদের সঙ্গে প্রবীণ বিপ্লবী শহীদের মধ্যে একটি সেতু স্থাপন করা হয় এবং সেই দূরদূরান্তের বিপ্লবের ইতিহাস সম্পর্কে তরুণ-তরুণীদের মধ্যে ভাবানুভূতির বা বিশেষ আবেদন সৃষ্টি হয়।

দ্বিতীয়ত, সঠিক জীবন প্রতিফলিত হতে হবে এবং আন্তরিকভাবে তরুণ-তরুণীদের জীবনের প্রকৃত অবস্থা ও ভাবানুভূতি তুলে ধরতে হবে। যেমন, 'Better Days' নামে চলচ্চিত্রে 'ক্যাম্পাস বুলিং' এই সমস্যার ওপর মনোযোগ দেওয়া হয়। চলচ্চিত্রে বড় হওয়ার প্রক্রিয়ায় তরুণ-তরুণীদের বাস্তব সমস্যা ও সত্যিকার ভাবানুভূতি ফুটিয়ে তোলা হয়।

তৃতীয়ত, তরুণ-তরুণীদের অন্বেষণ ও আত্মস্বীকৃতির প্রতিফলন হতে হবে।

তরুণ-তরুণীরা হলো দেশের ভবিষ্যত এবং চলচ্চিত্র ও টিভি নাটক শিল্পের ভবিষ্যতও বটে। দেশীয় চলচ্চিত্র ও টিভি নাটকে বড় ও শক্তিশালী হতে চাইলে তরুণ দর্শকদের মন জয় করতেই হবে। শ্রেষ্ঠ শিল্পকর্ম দিয়ে তরুণ-তরুণীদের উত্সাহ দিলেই সমাজ ও অর্থনীতির দিকে চীনের চলচ্চিত্র ও টিভি নাটক শিল্প ডাবল-উইন অর্জন করতে পারবে।

লিলি/তৌহিদ/শুয়ে

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040