চীনের তৃণমূল পর্যায়ের স্বেচ্ছাসেবক ও কর্মীদের গল্প
  2020-06-30 15:23:53  cri

বন্ধুরা, এখন করোনাভাইরাসের মহামারি বিশ্বে ছড়িয়ে পড়েছে। যদি কাউকে এ বছরের হট টপিক কি ?-- এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়, হয়তো সবার উত্তর হবে 'ভাইরাসের মহামারি'। মহামারির দ্রুত অবসান-- সব মানুষের আকাঙ্ক্ষা। এখন চীনে ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। চীন বিশ্বের বিভিন্ন দেশকে সাহায্য দিচ্ছে। যেমন, বাংলাদেশে চিকিত্সকদল পাঠানো, অনলাইন আলোচনা অনুষ্ঠান এবং চিকিত্সাসামগ্রী পাঠানোসহ বিভিন্নভাবে চীন ঘনিষ্ঠ সহযোগিতা করছে। আসলে আরেকটি বিষয়ও উল্লেখযোগ্য, তা হলো চীনের ভাইরাস প্রতিরোধের অভিজ্ঞতা। চীন কেন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়েছে? আসলে এর পিছনে অসংখ্য সাধারণ মানুষের অবদান রয়েছে, যা স্বীকার করতেই হবে। আজ আমি আপনাদের চীনের তৃণমূল পর্যায়ের স্বেচ্ছাসেবক ও কর্মীদের গল্প বলতে চাই।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040