চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ৯৯তম বার্ষিকীর গান
  2020-07-01 09:26:03  cri

চীনা কমিউনিষ্ট পার্টি চীনের শ্রমিক শ্রেণীর অগ্রনী বাহিনী; চীনা জনগণ ও চীনা জাতির অগ্রনী বাহিনী। চীনা কমিউনিষ্ট পার্টি চীনের স্ববৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক ব্রতের প্রধান নেতৃস্থানীয় শক্তি এবং চীনা কমিউনিষ্ট পার্টি চীনের অগ্রনী উত্পাদন শক্তির উন্নয়ন, চীনের উন্নত সংস্কৃতির অগ্রগতির দিকস্থিতি আর চীনের জনসাধারণের মৌলিক স্বার্থের প্রতিনিধিত্ব করে। এখন আপনাদের শোনাবো 'কমিউনিস্ট পার্টির পতাকা উড়ছে' নামের একটি গান।

প্রিয় বন্ধুরা, চীনা কমিউনিষ্ট পার্টির সর্বোচ্চ আদর্শ ও চূড়ান্ত লক্ষ্য হলো সাম্যবাদ প্রতিষ্ঠা করা। চীনা কমিউনিষ্ট পার্টির সনদে বলা হয়েছে: মাক্সর্বাদ-লেনিনবাদ, মাও সে তুং চিন্তাধারা, তেং সিয়াও পিং তত্ত্ব আর তিন প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ চিন্তাধারা, এবং সি চিন পিং-এর গুরুত্বপূর্ণ চিন্তাধারা হচ্ছে চীনা কমিউনিষ্ট পার্টির পথনির্দেশক চিন্তাধারা। আচ্ছা, এখন শুনুন আরেকটি কমিউনিস্ট পার্টিসংশ্লিষ্ট গান; গানের নাম 'কমিউনিস্ট পার্টির জন্য একটি লোকগান গাইবো'।

১৯২১ সালের জুলাই মাসে চীনা কমিউনিষ্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। ১৯২১ সাল থেকে ১৯৪৯ সাল পর্যন্ত চীনা কমিউনিষ্ট পার্টির নেতৃত্বে চীনা জনগণ কঠোর সংগ্রাম চালিয়ে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ আর আমলাতান্ত্রিক পুঁজিবাদের শাসন উচ্ছেদ করে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা করে। তাই লোকজন বিভিন্ন গান রচনা করে কমিউনিস্ট পার্টির প্রশংসা করে থাকেন। এখন শুনুন 'কমিউনিস্ট পার্টির পতাকা আরও সুন্দর' নামের একটি গান।

বন্ধুরা, নয়াচীন প্রতিষ্ঠার পর চীনা কমিউনিষ্ট পার্টি সমগ্র চীনের বিভিন্ন জাতির জনগণকে পরিচালিত করে দেশের স্বাধীনতা ও নিরাপত্তা সমুন্নত রেখেছে, সাফল্যের সঙ্গে চীনকে নয়া গণতান্ত্রিক দেশ থেকে সমাজতান্ত্রিক দেশে রুপান্তরিত করেছে, চীনে সুপরিকল্পিতভাবে বিরাটাকারের সমাজতান্ত্রিক গঠনকাজ চালিয়েছে। ফলে চীনের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ব্রতে অভূতপূর্ব বিরাট উন্নতি হয়েছে। এখন শুনুন খুব সুন্দর একটি গান, গানের নাম 'আমি তোমাকে ভালোবাসি, চীন'।

১৯৭৮ সালের শেষ দিকে অনুষ্ঠিত পার্টির একাদশ জাতীয় কংগ্রেসের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে নয়াচীন প্রতিষ্ঠার পর সুগভীর তাত্পর্যসম্পন্ন মহত্ রুপান্তর সম্পন্ন করা হয়। ১৯৭৯ সাল থেকে চীনা কমিউনিষ্ট পার্টি তেং সিয়াও পিংয়ের উত্থাপিত সংস্কার ও উন্মুক্তকরণ নীতি কার্যকর করতে শুরু করে। এখন শুনুন 'বসন্তকালের গল্প' নামের একটি গান। গানটিতে বিশেষ করে সংস্কার ও উন্মুক্তকরণ নীতির প্রশংসা করা হয়েছে।

সংস্কারকাজ শুরু হওয়ার পর চীনের জাতীয় আর্থ-সামাজিক উন্নয়নে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করার মতো বিরাট সাফল্য অর্জিত হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আমুল পরিবর্তন ঘটেছে। বলা যায়, বর্তমান সময়পর্ব নয়াচীন প্রতিষ্ঠার পর সবচেয়ে ভালো সময়পর্ব। এই সময়পর্বে জনসাধারণ সবচেয়ে বেশী সুযোগসুবিধা পেয়েছেন। এখন শুনুন 'আমরা বড় সড়কে সামনে এগিয়ে যাচ্ছি' নামের গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনা কমিউনিস্ট পার্টির পরিচয় করিয়ে দিলাম এবং কমিউনিস্ট পার্টিসংশ্লিষ্ট কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, শোনা হবে গান। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040