চীনা কমিউনিস্ট পার্টি'র ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী
  2020-07-01 14:17:35  cri

প্রিয় বন্ধুরা, আজ হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৯৯ বছর আগে ১৯২১ সালে চেচিয়াং প্রদেশের চিয়া শিং শহরের এক লাল নৌকায় চীনা কমিউনিস্ট পার্টির প্রথম জাতীয় প্রতিনিধি সম্মেলন সফল্যের সঙ্গে সমাপ্ত হয়। সেই নৌকায় মহান বিপ্লবী দল তথা চীনা কমিউনিস্ট পার্টির জন্ম হয়।

যুদ্ধের সময় সিপিসি'র নেতৃত্বে বিপ্লবী শহীদরা জাতির স্বাধীনতা এবং বিশ্বের শান্তির জন্য রক্ত ও জীবন দেন। বিনিময়ে আমরা পাই শান্তিপূর্ণ, স্বাধীন ও সুখী জীবন।

শান্তিপূর্ণ সময়ে মহান চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনারা এক একটি প্রতিবন্ধকতা অতিক্রম করে এক একটি বিস্ময় সৃষ্টি করে।

চলতি বছর বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে এই লড়াইয়ে সিপিসি'র সদস্যদের কঠোর পরিশ্রম এবং ত্যাগ স্বীকার ছিল উল্লেখযোগ্য।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040