হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন প্রবর্তনে সমর্থন দিয়েছে জাতীয় গণ-কংগ্রেসের প্রতিনিধি ও পরামর্শ সম্মেলনের প্রতিনিধি
  2020-07-01 18:15:38  cri
জুলাই ১: চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটিতে গতকাল (বুধবার) 'হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের জাতীয় নিরাপত্তা আইন' পেশ করা হয়। তাতে দৃঢ় সমর্থন জানিয়েছে হংকংয়ের বিভিন্ন মহল।

চীনের জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী সদস্য থাং ইং নিয়ান বলেন, এ সংস্থার হংকং অঞ্চলের সব প্রতিনিধি দৃঢ়ভাবে এ আইনে সমর্থন দিয়ে যাবে। তিনি বলেন, হংকংয়ের অর্থনীতি, সমাজ ও জীবিকাসহ নানা ক্ষেত্রে গত এক বছরে ব্যাপক ক্ষতি হয়েছে। এ আইন ভবিষ্যতে হংকংয়ের অর্থনীতি, জীবিকা উন্নয়নসহ নানা ক্ষেত্রে সহায়ক হবে। এ আইন কার্যকর হলে হংকংবাসী আরও স্থিতিশীল ও সুশৃঙ্খল পরিবেশে হংকংয়ের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

হংকং প্রশাসনিক অঞ্চলের জাতীয় গণ-কংগ্রেসরে প্রতিনিধি ছেন মান ছি বলেন, এ আইন গৃহীত হওয়ায় তিনি খুব খুশি হয়েছেন। তিনি বলেন, এ আইন দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মুল-ভূভাগ ও হংকংয়ের মধ্যে পার্থক্য করতে পারবে। এটি আইন 'উপযোগী ও সার্বিক' বলেও মন্তব্য করেন তিনি।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040