হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন 'এক দেশ, দুই সামাজিক ব্যবস্থার' নতুন অধ্যায় সৃষ্টি করেছে
  2020-07-01 18:16:15  cri
জুলাই ১: চীনের ত্রয়োদশ জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির ২০তম অধিবেশনে 'গণপ্রজাতন্ত্রী চীনের হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন' গৃহীত হয়েছে। এটি 'এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা' নীতির একটি কার্যকর অনুশীলন। হংকংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তর তাতে দৃঢ় সমর্থন জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, চীনের কেন্দ্রীয় সরকার দেশের নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল। রাষ্ট্রীয় পর্যায়ে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের আইন ও প্রশাসনিক ব্যবস্থা রক্ষা করা দরকার। এ আইন হংকংয়ের টেকসই নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য অনুকূল এবং এতে কেন্দ্রীয় সরকারের 'এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা' রক্ষার দৃঢ় প্রতিজ্ঞা প্রতিফলিত হয়েছে।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040