চীনের সি ছুয়ান প্রদেশের মিয়ান নিং জেলায় দুর্যোগাত্তর কাজ সুষ্ঠুভাবে চলছে
  2020-07-01 18:16:57  cri
জুলাই ১: গত জুন থেকে দক্ষিণ চীনে বন্যা শুরু হয়েছে। চীনের কুই চৌ, হুন নান, সি ছুয়ান ও চিয়াং সিসহ ১৩টি প্রদেশের ১ কোটি ২১ লাখ ৬০ হাজার লোক বন্যার কবলে পড়েছেন। সি ছুয়ান প্রদেশের মিয়ান নিং জেলায় প্রবল বৃষ্টিপাতে স্থানীয় ২১০০ পরিবারের ৯৮৮৯জন বাসিন্দা দুর্যোগের মধ্যে পড়েছে। এতে ১২জন মারা গেছে এবং ১০জন নিখোঁজ হয়েছে। গত ২ জুন থেকে এ পর্যন্ত টানা ২৯ দিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।

দুর্গত লোকজনকে অস্থায়ী বসতিতে স্থানান্তর করেছে সরকার। বাজার এলাকাকে অস্থায়ী বসতিতে রূপান্তর করা হয়েছে। দুর্গতদের বিছানাপত্র দিয়েছে স্থানীয় সরকার। এখন সেখানে বিদ্যুত্ ও পানির ব্যবস্থাও চালু হয়েছে।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040