চীনে চারটি মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের ঘোষণা বেইজিংয়ের
  2020-07-01 20:00:47  cri
জুলাই ১: চীনে চারটি মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিবাদমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন বেইজিং। আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এ ঘোষণা দেন।

সাম্প্রতিক বছরগুলোতে, মার্কিন সরকার যুক্তরাষ্ট্রে চীনা গণমাধ্যম ও ব্যক্তির ওপর স্বাভাবিক নিউজ সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে চীনের বার্তাসংস্থা সিনহুয়া, চায়না ডেইলি'র মার্কিন প্রকাশনা কোম্পানি, সিজিটিএন, চীন আন্তর্জাতিক বেতারসহ ৫টি চীনা মিডিয়ার শাখা সংস্থাকে 'বিদেশি চর' হিসেবে চিহ্নিত করে। এর প্রতিবাদে ভিওএ, নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট ও ওয়াংশিটন পোস্টসহ ৫টি গণমাধ্যমের শাখাকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের নাম-তালিকা, আর্থিক অবস্থা, অস্থাবর রিয়াল এস্টেটসহ নানা তথ্য লিখিত আকারে প্রদানের দাবি জানায়।

গত ২২ জুন, যুক্তরাষ্ট্র সিসিটিভি, পিপলস ডেইলি, গ্লোবাল টাইমস ও চায়না নিউজ চারটি চীনা গণমাধ্যমকে 'বিদেশি চর' হিসেবে চিহ্নিত করে। এর প্রতিবাদে চীন এপি, ইউপিআই, সিবিএস ও এনপিআর- এই চারটি গণমাধ্যমকে ৭ দিনের মধ্যে কর্মকর্তার তালিকা, আর্থিক অবস্থা, অস্থাবর রিয়াল এস্টেটসহ নানা লিখিত তথ্য প্রদানের দাবি জানায়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক চাপের প্রতিবাদে চীন এসব ব্যবস্থা গ্রহণ করেছে।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040